ঈদুল ফিতরের আগের দিনও রাজধানীর কমলাপুরের টিটিপাড়া বাসস্ট্যান্ডে ঘরমুখী যাত্রীদের তেমন কোনো ভিড়ই নেই। উল্টো বাস সংশ্লিষ্টদের হাঁকডাক দিয়ে যাত্রী ডাকতে দেখা গেছে। ফলে যাত্রী না থাকায় অনেক বাস নির্ধারিত সময়ের পরে ছেড়ে যাচ্ছে। অন্যবার এই সময়ে নাড়ির টানে বাড়ি ফেরা মানুষদের উপচে পড়া ভিড় থাকত। কিন্তু কমলাপুর বাসস্ট্যান্ডে এ বছরের চিত্র যেন পুরো ভিন্ন!
শুক্রবার (২১ এপ্রিল) বেলা ১২টার দিকে কমলাপুরের টিটিপাড়া বাসস্ট্যান্ড ঘুরে দেখা যায়, যাত্রীদের চাপ না থাকায় কাউন্টারগুলোও প্রায় ফাঁকা। আবার যাত্রী সংকটে কিছু কিছু দূরপাল্লার বাসের শিডিউলও বাতিল করতে দেখা গেছে।
বিজ্ঞাপন
সাধারণত প্রতি ঈদের দু-একদিন আগে এই বাস স্টেশনের বিভিন্ন কাউন্টারে ঘরমুখো যাত্রীদের টিকিট কাটার দীর্ঘ লাইন পড়ে। তবে এবার পুরোই উল্টো চিত্র। এমনকি ঈদ উপলক্ষে ভাড়াও অন্যবারের তুলনায় খুব একটা বাড়েনি।
কমলাপুর থেকে সাধারণ তিশা প্লাস, এশিয়া এরোকন, মিয়ামি পরিবহন কুমিল্লা অঞ্চলের দিকে চলাচল করে। স্টারলাইন বাস কাউন্টারের একজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, গতকাল কিছুটা চাপ ছিল। আজ তেমন নেই। তবে বিকেলের দিকে চাপ কিছুটা বাড়তে পারে। অনেক মানুষ আগেই চলে গেছে।
পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন, গতবার থেকে এবার যাত্রীচাপ কিছুটা কম। অনেকেই দুই-একদিন আগেই বাড়িতে চলে গেছে। তবে দুপুরের পর ঘরমুখো মানুষের উপস্থিতি বাড়বে বলেও আশা সংশ্লিষ্টদের।
টিএই/আইএইচ



























