রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ঢাকা-মাদারীপুর রুটে দ্বিগুণ হবে ট্রিপ সংখ্যা

বিধান মজুমদার অনি
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৩, ০২:৩৯ পিএম

শেয়ার করুন:

ঢাকা-মাদারীপুর রুটে দ্বিগুণ হবে ট্রিপ সংখ্যা

এবারই প্রথম স্বজনদের সঙ্গে ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করতে মাদারীপুর তথা দক্ষিণাঞ্চলবাসী পদ্মা সেতু হয়ে বাড়ি ফিরবেন সড়কপথে। এদিকে ঘরে ফেরা যাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে মাদারীপুর জেলা বাস ও মিনিবাস মালিক সমিতি। ঈদযাত্রীদের চাপের কথা ভেবে ঢাকা-মাদারীপুর রুটে বাড়ানো হচ্ছে ট্রিপের সংখ্যা। পাশাপাশি কয়েকটি রুট হয়ে চলবে এসব বাস।

BUSমাদারীপুর জেলা বাস মালিক সমিতি সূত্র জানায়, মাদারীপুর থেকে ঢাকার দূরত্ব ১১১ কিলোমিটার। জেলার অধিকাংশ মানুষ ঢাকায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানসহ অন্যান্য চাকরির সঙ্গে সম্পৃক্ত। ঢাকা-মাদারীপুর রুটে নিয়মিত চলাচল করে কয়েক হাজার যাত্রী। তবে ঈদের এক সপ্তাহ আগে থেকে যাত্রীসংখ্যা বেড়ে যায় কয়েকগুণ। এই রুটে প্রতিনিয়ত চারটি কোম্পানির পরিবহন চলাচল করে- সার্বিক পরিবহন, সোনালী পরিবহন, চন্দ্র পরিবহন ও মাদারীপুর পরিবহন। প্রতিদিন এ চারটি পরিবহন ১৫০টি ট্রিপ দিয়ে থাকে। তবে ঈদে যাত্রী সুবিধার জন্য দ্বিগুণ করা হবে ট্রিপ সংখ্যা। ৩০০টির বেশি ট্রিপ দেওয়ার পরিকল্পনা করছে মালিক সমিতি। ঢাকা-ভাঙ্গা- মাদারীপুর রুটের পাশাপাশি ঢাকা-শিবচর-ছিলারচর হয়ে মাদারীপুর ঢুকবে এসব বাস। এতে যাত্রীরা সহজেই তাদের ঈদযাত্রায় বাড়ি ফিরতে পারবেন।


বিজ্ঞাপন


BUSছিলারচর এলাকার শাকিল আহম্মেদ বলেন, ঈদে বাড়ি ফিরতে হলে ঢাকা থেকে শিবচর নেমে পরে অন্য যানবাহন ধরতে হতো। এবার ঈদে আর সেই সমস্যা হবে না, শুনেছি ঈদ উপলক্ষে ঢাকা থেকে কিছু বাস ছিলারচর রুটে ঢুকবে। এখন বাসার সামনে এসেই নামতে পারব।

সৈয়দ রাব্বি নামের আরেক যাত্রী বলেন, চাকরির সুবাদে ঢাকায় থাকি। গত সপ্তাহে ব্যক্তিগত কাজে বাসায় আসি, এখন ঢাকায় ফিরে যাচ্ছি। ঈদের আগের দিন বাড়ি আসার ইচ্ছে আছে। ঈদের সময় বাসের ট্রিপ বাড়ানো হলে আশা করছি ঝামেলা ছাড়াই সময়মতো বাড়িতে ফিরতে পারব। তবে ভাড়া আগের মতোই রাখা উচিত।

BUSএ বিষয়ে মাদারীপুর জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, ঈদে যাত্রীর চাপ ও সুবিধার কথা চিন্তা করে ঢাকা-মাদারীপুর রুটে বাসের ট্রিপ সংখ্যা বাড়ানো হবে। এছাড়া ঢাকা থেকে কয়েকটি রুট হয়ে মাদারীপুরে বাস প্রবেশ করবে। এতে যাত্রীরা তাদের সুবিধা অনুযায়ী জায়গায় নেমে বাসায় ফিরতে পারবে। আমরা যাত্রীদের জন্য সর্বোচ্চ নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে কাজ করছি।

প্রতিনিধি/জেএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর