রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ঈদ যাত্রায় সিরাজগঞ্জ ও বগুড়া মহাসড়কে যানজটের আশঙ্কা 

পারভীন লুনা
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৩, ০৩:১৫ পিএম

শেয়ার করুন:

ঈদ যাত্রায় সিরাজগঞ্জ ও বগুড়া মহাসড়কে যানজটের আশঙ্কা 

এবারের ঈদ যাত্রায় মহাসড়কে যানজটে আটকে পড়ে যাত্রীদের ভোগান্তিতে পড়তে হবে না বলে বলছেন জেলা ও হাইওয়ে পুলিশ। তবে ঢাকা-রংপুর মহাসড়ক চার লেনে উন্নীতকরণের কাজে ধীরগতিতে পরিবহন চালকরা বলছেন, সিরাজগঞ্জ অংশে যানজটের কবলে পড়ে যাত্রীদের ভোগান্তির আশঙ্কা রয়েছে। সিরাজগঞ্জ সড়কে যানজটে আটকে পড়লে  সেই ভোগান্তি ছড়িয়ে পড়বে বগুড়াসহ উত্তরের ৯ জেলায়। 

‘সাউথ এশিয়া সাব-রিজিওনাল ইকোনমিক কো-অপারেশন (সাসেক)-২ প্রকল্পের আওতায় মহাসড়কে যে কাজ চলছে তাতে বঙ্গবন্ধু পশ্চিম সেতু থেকে চান্দাইকোনা পর্যন্ত সিরাজগঞ্জ জেলায় রয়েছে ৪৩ কিলোমিটার মহাসড়ক। আর বগুড়া জেলার অংশে পড়েছে ৬৪ কিলোমিটার মহাসড়ক।
 
সাসেক-২ সূত্র জানায়, এই প্রকল্পের আওতায় ২০১৯ সালে ঢাকা-রংপুর মহাসড়কের বগুড়া অংশে কাজ শুরু হয়। কিন্তু মহামারির কারণে কাজ এক বছর বন্ধ ছিল। তবে ২০২১ সালের মাঝামাঝি থেকে আবারও কাজ শুরু হয়। এই সময়ের মধ্যে বগুড়া শহরের উত্তরাংশের গোকুল থেকে মোকামতলা পর্যন্ত ১১ কিলোমিটার এবং দক্ষিণ দিকে শেরপুর উপজেলা সীমানায় মির্জাপুর, নয়মাইল এবং আরডিএ এই তিন পয়েন্টে চার কিলোমিটার সড়ক চার লেনে উন্নীত করে তা যান চলাচলের উপযোগী করা হয়েছে। অবশিষ্ট ৪৯ কিলোমিটার এলাকার কোথাও দুই লেন, কোথাও আগের সড়ক দিয়েই যান চলাচল করছে। 


বিজ্ঞাপন


ইতোমধ্যে সিরাজগঞ্জ জেলা পুলিশ ৪৩ কিলোমিটার মহাসড়কে ১৪ টি পয়েন্টে যানজট হতে পারে বলে চিহ্নিত করেছে। অন্যদিকে, বগুড়া অংশের ৬৪ কিলোমিটার মহাসড়কে রযেছে আরও ২০ টি পয়েন্ট।

উত্তরবঙ্গ থেকে ঢাকা রুটে চলাচলকারী বিভিন্ন পরিবহনের চালকরা জানান, চান্দাইকোনা বগুড়া বাজার থেকে সিরাজগঞ্জের হাটিকুমরুল পর্যন্ত মহাসড়কে কাজ চলছে ধীর গতিতে। এই ১৫ কিলোমাটর মহাসড়কে ধীর গতিতে গাড়ি চালাতে হয়। ফলে যানজট এখানেই শুরু হয়।

সাসেক-২ এর নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান রাসেল ঢাকা মেইলকে বলেন, ইতিমধ্যেই চান্দাইকোণা বগুড়া বাজারের পশ্চিম পাশের দুই লেনের কাজ সম্পন্ন করা হয়েছে। চলতি সপ্তাহের মধ্যেই পূর্ব পাশের দুই লেনের কাজও সম্পন্ন হবে। ফলে ঈদ যাত্রায় সেখানে কোনো সমস্যা হবে না। এছাড়াও সিরাজগঞ্জ সড়কে ১৪ টি পয়েন্টের মধ্যে ৮ টির কাজ সম্পন্ন হয়েছে। এক সপ্তাহের মধ্যে বাকী ৬ টি পয়েন্ট কাজ শেষ হবে।

সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল ঢাকা মেইকে বলেন, আমরা সড়ক বিভাগ ও ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে কথা বলেছি। তারা পুলিশের চিহ্নিত করা ১৪ টি পয়েন্টে দ্রুত কাজ করে দেয়ার আশ্বাস দিয়েছে। আশা করি, এবার ঈদে যাত্রীদের বাড়ি ফিরতে ভোগান্তি হবে না।


বিজ্ঞাপন


হাইওয়ে পুলিশ বগুড়া রিজিওনের পুলিশ সুপার হাবিবুর রহমান ঢাকা মেইলকে বলেন, মহাসড়কের চলমান কাজের কারণে যেন কোথাও কোনো দুর্ভোগ সৃষ্টি না হয় সেজন্য সাসেক-২ প্রকল্পের কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক হয়েছে। যেসব এলাকায় দুর্ভোগের শঙ্কা রয়েছে, সেসব এলাকায় তারা দ্রুত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করবেন বলে জানিয়েছেন। এছাড়া ঈদ যাত্রায় মহাসড়কের কোথাও কোনো যানজটের সৃষ্টি যেন না হয় সেজন্য জেলা পুলিশ ও ট্রাফিক বিভাগের সহায়তায় তারা তৎপর থাকবেন। 

তিনি বলেন, এবার ঈদ যাত্রায় বগুড়া অংশে তেমন কোনো সংকট সৃষ্টি হবে না। বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ চক্রবর্তী ঢাকা মেইলকে বলেন, মহাসড়কে বগুড়া অংশে যে পয়েন্টগুলো যানজট হতে পারে সেগুলো চিহ্নিত করা হয়েছে। আগামী সপ্তাহ থেকে সেই পয়েন্ট গুলোতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করে যানবাহন চলাচল নির্বিঘ্ন করা হবে।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর