রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পাটুরিয়া ঘাটে ২ ঘণ্টায় পার হলো ৫শ মোটরসাইকেল

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৩, ০১:১১ পিএম

শেয়ার করুন:

পাটুরিয়া ঘাটে ২ ঘণ্টায় পার হলো ৫শ মোটরসাইকেল

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে দুই ঘণ্টায় প্রায় ৫শ মোটরসাইকেল ও শতাধিক যাত্রীবাহী বাসসহ অন্যান্য যানবাহন নির্বিঘ্নে পার হয়েছে। মঙ্গলবার (১৮ এপ্রিল) ভোর ৫টা থেকে ৭টা পর্যন্ত এসব যানবাহন পার হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের সহকারী ব্যবস্থাপক মো. খালেদ নেওয়াজ। তিনি বলেন, ঈদে নাড়ির টানে ঘরে ফিরতে শুরু করেছে মানুষ। 


বিজ্ঞাপন



 
এছাড়া পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল যাতায়াত নিষেধ থাকায় পাটুরিয়া ঘাটে চাপ বাড়বে বলে মনে করছে ঘাট কর্তৃপক্ষ।

ঈদে নাড়ির টানে ঘরে ফেরা মানুষদের নির্বিঘ্নে পারাপার করার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়ছে মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া-আরিচা ফেরি ও লঞ্চ ঘাটের। দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ২১ জেলার মানুষের ঢাকার সাথে যোগাযোগের অন্যতম মাধ্যম এই দুটি নৌরুট। পদ্মা সেতু চালু হওয়ায় পাটুরিয়া-দৌলদিয়া নৌপথের যানবাহন ও যাত্রীর পারাপারের হার কমেছে। তবে চাপ কমেনি আরিচা-কজিরহাটের নৌপথে।

এদিকে ঢাকা আশুলিয়া, সাভার, ধামরাই, গাজীপুর, চন্দ্রা, কালিয়াকৈর, টঙ্গীসহ আশেপাশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের যাত্রীরা পদ্মা সেতু দিয়ে না গিয়ে এই দুই নৌরুট ব্যবহার করে যাতায়াত করেন। 

পাটুরিয়া লঞ্চ ঘাটের ব্যবস্থাপক আবু আব্দুলাহ বলেন, পাটুরিয়া-আরিচা ঘাটে ঈদে ঘরে ফেরা মানুষদের নির্বিঘ্নে পার করে দেওয়ার জন্য ৩৩টি লঞ্চ প্রস্তুত রয়েছে। আশা করছি কোনো ভোগান্তি ছাড়াই গতবারের মতো এবারও ঘাট পার হয়ে যেতে পারবেন। 


বিজ্ঞাপন


বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের সহকারী ব্যবস্থাপক মো. খালেদ নেওয়াজ জানান, গতবারের মতো এবারও ঈদে ঘরমুখো মানুষদের ভোগান্তি ছাড়াই নির্বিঘ্নে পারাপারের জন্য পাটুরিয়া প্রান্তে প্রস্তুত রয়েছে ৪টি ফেরিঘাট, ২০টি ফেরি ও আরিচা প্রান্তে ২টি ঘাট, ৭টি ফেরি।

তিনি জানান, পাটুরিয়ার ৫ নাম্বার ফেরি ঘাট দিয়ে শুধু মাত্র ছোট যানবাহন পার করা হবে। বাকি তিনটি ঘাট দিয়ে পরিবহর, জরুরি ট্রাক পার হবে। এছাড়াও যাত্রী, মোটরসাইকেল প্রতিটি ঘাট দিয়ে পার হতে পারবেন। তবে মোটরসাইকেলের চাপ অতিরিক্ত বেশি হলে নির্দিষ্ট করে একটি ঘাট দিয়ে মোটরসাইকেল পার করবেন।

অন্যদিকে যমুনা সেতু এলাকায় যানজট দেখা দিলে আরিচা ঘাটে যানবাহন পারাপারের জন্য চাপ বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন। কারণ সে সময় গাড়ির চালকেরা যানবাহন নিয়ে যমুনা সেতু রাস্তায় না গিয়ে ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে এসে আরিচা ঘাট পার হয়ে যাতায়াত করে। সে বিষয়েও মাথায় রেখে যাত্রী ও যানবাহন নির্বিঘ্নে পার করে দেওয়ার জন্য ঘাট প্রস্তুত রয়েছে বলে জানান। 

প্রতিনিধি/এইচই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর