সোমবার, ৬ মে, ২০২৪, ঢাকা

ঘূর্ণিঝড়ে বিদ্যুৎহীন ৮০ লাখ গ্রাহক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২২, ০১:৪১ পিএম

শেয়ার করুন:

ঘূর্ণিঝড়ে বিদ্যুৎহীন ৮০ লাখ গ্রাহক
ফাইল ছবি

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সারাদেশে ৮০ লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

সব গ্রাহকদের শতভাগ বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে আগামীকাল বুধবার পর্যন্ত সময় লাগবে বলে জানান তিনি।


বিজ্ঞাপন


মঙ্গলবার (২৫ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এই তথ্য দেন প্রতিমন্ত্রী।

নসরুল হামিদ বলেন, ঘূর্ণিঝড়ে বিদ্যুৎ বিভাগের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এই ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ নির্ণয় করতে আরও সময় লাগবে। আমাদের বিভাগের কর্মকর্তারা কাজ শুরু করেছেন। আশা করি দ্রুততম সময়ের মধ্যে বিদ্যুৎ বিভাগের যেসব ক্ষতি হয়েছে তা নিরুপণ করা সম্ভব হবে।

electricity-2

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, সিত্রাং উপকূলীয় এলাকায় আঘাত করেছে। বিদ্যুতের অবকাঠামোগুলোর ব্যাপক ক্ষতি করেছে। আঘাত হয়েছে ডিস্ট্রিবিউশনে। অনেক পোল ভেঙে গেছে। গাছ পড়ে বিদ্যুতের তার ছিড়ে সংযোগ বিচ্ছিন্ন হয়েছে।


বিজ্ঞাপন


নসরুল হামিদ বলেন, ‘বিকেলের মধ্যে ৭০ ভাগ এলাকায় বিদ্যুৎ ফিরবে বলে আশা করছে। আগামীকাল দুপুরের মধ্যে শতভাগ সম্পন্ন হবে। আমাদের কর্মীরা কাজ করছেন। বেশ ক্ষতি হয়েছে। অনেক সাব স্টেশনে পানি উঠেছে। টাকার হিসাবটা আরও পরে জানানো যাবে। 

গতকাল রাতে বাংলাদেশে আঘাত হানে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় সিত্রাং। ঘূর্ণিঝড়টি ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে পূর্বাভাস দেওয়া হলেও শেষ পর্যন্ত তেমনটা হয়নি। তারপরেও দেশজুড়ে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।

সিত্রাংয়ের কারণে সারাদেশে এখন পর্যন্ত ১৭ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। লণ্ডভণ্ড হয়েছে বহু ঘরবাড়ি। উপড়ে গেছে বহু গাছপালা। এছাড়া সারাদেশের অনেক এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। এসব এলাকায় অনেক স্থানে বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে।

টিএ/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর