সোমবার, ৬ মে, ২০২৪, ঢাকা

মাদারীপুরে মহাসড়কে গাছ পড়ে যান চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২২, ০৯:১০ পিএম

শেয়ার করুন:

মাদারীপুরে মহাসড়কে গাছ পড়ে যান চলাচল বন্ধ
ছবি : ঢাকা মেইল

মাদারীপুরের ঢাকা-বরিশাল মহাসড়কের মস্তফাপুর-রাজৈর সড়কের একাধিক স্থানে গাছ পড়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে আছে বলে খবর পাওয়া গেছে। সোমবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় মহাসড়কের মস্তফাপুর পার হয়ে রাজৈরের কাছাকাছি স্থানে একাধিক গাছ পড়ে সড়ক আটকে আছে। এতে প্রায় এক ঘন্টা ধরে মহাসড়কে অসংখ্য গাড়ি আটক রয়েছে বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন, মাদারীপুর মস্তফাপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম রসুল।


বিজ্ঞাপন


হাইওয়ে পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বিকেল থেকে ভারী বৃষ্টির সঙ্গে ঝড়ো বাতাস বইছে মাদারীপুরে। সন্ধ্যার দিকে বাতাসের বেগ আরও বেড়েছে। 

জেলার বিভিন্ন স্থানে গাছপাল ভেঙে পড়ার খবর পাওয়া গেছে। এদিকে প্রবল বাতাসে সন্ধ্যার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর জেলার মস্তফাপুর থেকে রাজৈর টেকেরহাট পর্যন্ত সড়কের একাধিক স্থানে গাছ ভেঙে সড়কের ওপর পড়েছে। ফলে মহাসড়কে প্রায় এক ঘন্টা ধরে বন্ধ রয়েছে যানবাহন চলাচল। সড়কের উভয় দিকে অসংখ্য যানবাহন আটকে আছে। এদিকে মস্তফাপুর হাইওয়ে পুলিশ মহাসড়কে পড়ে থাকা গাছ সরানোর কাজ করছে বলে জানা গেছে।

মাদারীপুর মস্তফাপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম রসুল বলেন, মহাসড়কের একাধিক স্থানে গাছ পড়ার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসি। দ্রুত গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছি। তবে প্রচুর বৃষ্টি ও বাতাস থাকায় কাজে বাধার সৃষ্টি করছে। 
 
প্রতিনিধি/এইচই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর