মঙ্গলবার, ৭ মে, ২০২৪, ঢাকা

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে জলাবদ্ধ মাদারীপুর

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২২, ০৩:৪৫ পিএম

শেয়ার করুন:

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে জলাবদ্ধ মাদারীপুর
ছবি: ঢাকা মেইল

মাদারীপুরে ঘূর্ণিঝড় সিত্রাংয়ে প্রভাবে তলিয়ে আছে পৌর শহরের বেশ কিছু অংশ। টানা ২৪ ঘণ্টার বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে পৌরসভার বিভিন্ন এলাকায়। বাসা-বাড়িতে পানি ওঠায় চরম দুর্ভোগে পড়েছেন পৌরবাসী।

জানা যায়, ঘূর্ণিঝড় সিত্রাং-এর প্রভাবে টানা ২৪ ঘণ্টা ঝড়ো বাতাস ও বৃষ্টিতে চরম ভোগান্তিতে পড়তে হয় স্থানীয় বাসিন্দাদের। বৃষ্টির পানি নামতে না পারায় শহরের অধিকাংশ রাস্তাঘাট, স্কুল মাঠ পানিতে তলিয়ে আছে। এমনকি বাসা-বাড়িতে পানি ওঠায় দুর্ভোগে পড়েছেন পৌরবাসী। এরমধ্যে নতুন শহর, উকিলপাড়া, জেলা পরিষদ রোড, সুমন হোটেল এলাকা, মিলন সিনেমা রোডসহ বিভিন্ন এলাকার মানুষের দুর্ভোগ সবচেয়ে বেশি। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণেই এই নাজেহাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে অভিযোগ বাসিন্দাদের। এই অবস্থায় শিগগিরই কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে পৌর কর্তৃপক্ষ।


বিজ্ঞাপন


সরেজমিনে শহরের কয়েকটি এলাকায় যায়, শহরের ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকায় রাস্তায় পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে আছে। পানি জমে থাকায় পথচারীদের ও যানবাহনের চলাচলেও ব্যাঘাত ঘটছিলো।

madaripur

পৌর শহরের কুকরাইল এলাকার বাসিন্দা আরাফাত হাসান শরিফ বলেন, ‘গতকালের টানা বৃষ্টির কারণে আমার বাড়িতে পানি জমে আছে। ড্রেন না থাকায় পানি দ্রুত সরতে পারেনি। তাই পানির চাপে আমার বাড়ির সামনের একটি দেয়াল ভেঙে পড়েছে।’

মাদারীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের উকিলপাড়া এলাকার বাসিন্দা জব্বার শেখ বলনে, ‘বৃষ্টির পানিতে ২৪ ঘণ্টার বেশি আটকা থাকলেও পৌরসভা থেকে আমাদের একটু খোঁজ নেয়নি। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দ্রুত এর থেকে মুক্তি চাই।’


বিজ্ঞাপন


madaripur

পৌর শহরের ঈদগাহ এলাকার বাসিন্দা রাকিব হাসান বলেন, ‘বৃষ্টিতে পানি জমে আমার বাসা তলিয়ে গেছে। এতে আমার আসবাবপত্র নষ্ট হয়ে গেছে। ড্রেনেজ সমস্যার জন্যই এমনটা হয়েছে। আমরা দ্রুত এই সমস্যার থেকে মুক্তি চাই।’

এ বিষয়ে মাদারীপুর পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আবু ইলিয়াস খোন্দকার ফিরোজ জানান, পরিস্থিতি মোকাবেলায় এরইমধ্যে কার্যক্রম শুরু করেছে পৌর কর্তৃপক্ষ। দ্রুত পানি নিষ্কাশনে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে। যাতে দ্রুত পৌরবাসীর দুর্ভোগ লাঘব হয়।

টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর