মোহাম্মদপুরের কৃষি মার্কেটে আগুন লাগে বৃহস্পতিবার ভোর রাতে। আগুন লাগার পরপরই ঘটনাস্থলে উপস্থিত হন স্বেচ্ছাসেবী সংগঠন গাউছিয়া কমিটি বাংলাদেশ, ঢাকা শাখার কর্মীরা।
ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ শুরু করেন তারা।
বিজ্ঞাপন
কর্মীদের একাংশ আগুন নেভাতে দমকল বাহিনীর সঙ্গে সম্পৃক্ত হন, একাংশ দায়িত্ব নেন শৃঙ্খলার, আরেক অংশ উদ্ধার কাজে অংশ নেন।
তরুণদের সমন্বয়ে গঠিত এই সংগঠনের কর্মীরা বিপদগ্রস্থ ব্যবসায়ীদের জন্য টানা পাঁচ ঘণ্টা কাজ করেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর সম্মিলিত মোনাজাত করে ঘটনাস্থল ত্যাগ করেন তারা।
গাউছিয়া কমিটির কর্মীরা যখন চলে যাচ্ছেন, তখন ভুক্তভোগী এক নারী ব্যবসায়ী বলে ওঠেন, ‘গাউছিয়া কমিটির কথা আমাদের মনে থাকবে। আমাদের জন্য অনেক কষ্ট করে ভাইয়েরা।’
আরও পড়ুন:
কোটি টাকার সম্পদ হারিয়ে চোখের জলে ভাসছেন শরিফ
কৃষি মার্কেটের দোকানের সংখ্যা নিয়ে ধোঁয়াশা
বিজ্ঞাপন
সংংগঠনের কর্মীরা জানিয়েছেন, সামাজিক কাজে তাদের আত্মনিয়োগ নিয়মিত। করোনাকালেও উল্লেখযোগ্য অনেক কাজ করেছেন তারা।
একইভাবে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। সংগঠনটির ঢাকা মহানগর পশ্চিমের সাধারণ সম্পাদক কাজী আশরাফ জানান, তাদের ৩০ জন কর্মী এই অগ্নিকাণ্ডস্থলে স্বেচ্ছাসেবী হিসেবে যোগ দেন ফজরের নামাজের পর থেকেই।
কারই/এএস