প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাসায় যান সাইফুল ইসলাম শরিফ। রাত পোহাবার আগেই খবর আসে মার্কেটে আগুন লেগেছে। দৌড়ে মার্কেটে আসতে আসতেই সব পুড়ে ছাই। জ্বলন্ত দোকানের দিকে তাকিয়ে চোখের পানি ফেলা ছাড়া আর কিছুই যেন করার নেই তার।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটের সামনে বসে কান্নায় ভেঙে পড়েন এই ব্যবসায়ী।
বিজ্ঞাপন
বিস্তারিত জানতে চাইলে শরিফ ঢাকা মেইলকে জানান, মার্কেটে তার দুটি দোকান ছিল। দুটিই পোশাকের দোকান।
তিনি আরও বলেন, দোকান নম্বর গ-৫২, গ-১২/১৩ দুইটা দোকান ছিল। দুইটাই পুড়ে গেছে।
শরিফ জানান, এরমধ্যে একটি দোকান তার কেনা। অপরটি ভাড়া নেওয়া। দুই দোকান মিলে এক কোটি টাকার বেশি মূল্যের কাপড় ছিল।
এই ব্যবসায়ী বলেন, শেখেরটেক থেকে দৌড়ে আসছি। এসে দেখি- দোকানে আগুন লেগে গেছে। একটা কাপড়ও বের করতে পারিনি।
বিজ্ঞাপন
তিনি জানান, দোকানের মালামাল বাদেও ছয় লাখ টাকা দোকানের ক্যাশ বাক্সতে রেখে গিয়েছিলেন তিনি। তাও পুড়ে গেছে।
আরও পড়ুন:
চার ঘণ্টায়ও নেভেনি কৃষি মার্কেটের ভয়াবহ আগুন
আগুন থেকে সম্পদ রক্ষার চেষ্টায় ব্যবসায়ীরা
চোখের পানিতে বুক ভাসিয়ে এই ব্যবসায়ী জানান, তার একমাত্র উপার্জনের পথ ছিল তার দোকান দুটি।
বুধবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টা ৪৩ মিনিটের দিকে রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট। এছাড়া আগুন নিয়ন্ত্রণে ও উদ্ধার সহায়তায় যোগ দিয়েছে বিজিবি ও সেনাবাহিনী।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, রাত ৩টা ৪৩ মিনিটের দিকে আমরা আগুন লাগার খবর পাই। আমাদের কর্মীরা তাৎক্ষণিক সেখানে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
তিনি বলেন, পাশের একটি মিষ্টির দোকান থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি এ কর্মকর্তা।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, খবর পেয়ে প্রথমে একটি ইউনিট ঘটনাস্থলে যায়। এরপর আরও ৭টি ইউনিট পৌঁছে। তারপর আরও ৩টি ইউনিট যায়। একে একে সেখানে পৌঁছেছে ১৭টি ইউনিট।
কারই/এএস