শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ঢাকা

চার ঘণ্টায়ও নেভেনি কৃষি মার্কেটের ভয়াবহ আগুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৮:১৫ এএম

শেয়ার করুন:

চার ঘণ্টায়ও নেভেনি কৃষি মার্কেটের ভয়াবহ আগুন

রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটে লাগা ভয়াবহ আগুন চার ঘণ্টা পার হলেও এখনো নিয়ন্ত্রণে আসেনি। সকাল ৮টার দিকেও দেখা যায়, মার্কেটের ভেতরে বিভিন্ন দোকান আগুনে পুড়ছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট। এদিকে আগুন নিয়ন্ত্রণে ও উদ্ধার সহায়তায় যোগ দিয়েছে বিজিবি ও সেনাবাহিনী।

বুধবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টা ৪৩ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


ভোর ৫টার দিকে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, রাত ৩টা ৪৩ মিনিটের দিকে আমরা আগুন লাগার খবর পাই। আমাদের কর্মীরা তাৎক্ষণিক সেখানে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
fire_m2

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, খবর পেয়ে প্রথমে একটি ইউনিট ঘটনাস্থলে যায়। এরপর আরও ৭টি ইউনিট পৌঁছে। তারপর আরও ৩টি ইউনিট যায়। একে একে সেখানে পৌঁছেছে ১৭টি ইউনিট।

পাশের একটি মিষ্টির দোকান থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি এ কর্মকর্তা।

আরও পড়ুন:
রাজধানীর কৃষি মার্কেটে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট
আগুন থেকে সম্পদ রক্ষার চেষ্টায় ব্যবসায়ীরা


বিজ্ঞাপন


ঢাকা মেইলের সঙ্গে আলাপকালে একজন প্রত্যক্ষদর্শী বলেন, ৩টা ২০ মিনিটে ফায়ার সার্ভিসে কল দিয়েছি। তারা আসতে দেরি করছে।
fire

৪ ঘণ্টার বেশি সময় ধরে জ্বলতে থাকা এই আগুনে এরইমধ্যে পুড়ে গেছে মার্কেটের এক পাশের জুয়েলারি ও পোশাকের দোকান। আরেক পাশের সবজি ও মাছ-মাংসের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। 

চার পাশে যখন আগুন জ্বলছে, তখন সেই আগুনের হাত থেকে নিজের সম্পদ রক্ষায় আপ্রাণ চেষ্টা চালাতে দেখা গেছে অনেক ব্যবসায়ীকে।

/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর