বলিউড অভিনেত্রী রিচা চাড্ডা অভিনয় দিয়ে যতটা না আলোচনায় এসেছেন। তার থেকে বেশি আলোচনায় এসেছেন তার ব্যক্তিগত জীবন নিয়ে। বলিউডের পর্দায় কম দেখা গেলেও বরাবরই রাজনৈতিক কিংবা সামাজিক ইস্যুতে সরব হন অভিনেত্রী
বিজ্ঞাপন
এবার ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডিকে এক হাত নিলেন তিনি। সাম্প্রতি হায়দরাবাদ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে ৪০০ একর জমির গাছ কাটার সিদ্ধান্তের বিরোধীতা করে আন্দোলন শুরু করে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। এক পর্যায় পুলিশ এবং শিক্ষার্থীদের মধ্যে ধস্তাধস্তি হয়। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ইতিমধ্যেই অনেক ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ।
ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে চুপ থাকতে পারেননি অভিনেত্রী রিচা চাড্ডা। আন্দোলনের ভিডিও শেয়ার করে রাহুল গান্ধীর ‘মহব্বতের দোকানে’র খোঁজ করেছেন তিনি।
অভিনেত্রী এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘এই যে রাহুল গান্ধী, আপনার তো ভীষণ মহব্বত (প্রেম)। এবার একটু পরিবেশের উপরও প্রেম দেখান দয়া করে।’ সেই পোস্টে তেলেঙ্গানা সরকারকেও ট্যাগ করেছেন তিনি।
বিজ্ঞাপন
অভিনেত্রীর পাশের দাঁড়িয়েছেন বলিউডের আর এক অভিনেত্রী দিয়া মির্জা। জীববৈচিত্র্য নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন এই অভিনেত্রী।
৩ মাসে ১৫ কেজি ওজন কমিয়ে তাক লাগালেন রিচা চাড্ডা
বলে রাখা ভালো, গত রবিবার গাছ কাটা শুরু করলে ‘গো ব্যাক’ স্লোগান দিয়ে বুলডোজারের ওপরে উঠে পড়েন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় পুলিশের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। শিক্ষার্থীদের দাবি ৪০০ একর জমিতে প্রচুর জীববৈচিত্র্য রয়েছে। গাছ কেটে ফেললে জীববৈচিত্র ধ্বংস হয়ে যাবে।
আন্দোলনকারীরা দাবি জানিয়েছে ওই এলাকাটি বনাঞ্চল হিসাবে ঘোষণার এবং বন্যপ্রাণী সংরক্ষণ আইনের আওতায় ওই অঞ্চলকে জাতীয় উদ্যান হিসাবে গড়ে তোলার।
বলিউডে বছরজুড়ে বেজেছে বিয়ের সানাই
তবে শিক্ষার্থীদের দাবি না মেনে তেলেঙ্গানা সরকারের পালটা জবাবে বলে, হায়দরাবাদের অনেক জায়গাতেই সাপ, ময়ূর রয়েছে। কিন্তু সবকিছুকে বনাঞ্চল বলা যায় না।
ইএইচ/