ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমার মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে শাকিব খানের ‘বরবাদ’। মুক্তির পর থেকেই দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে স্টার সিনেপ্লেক্সে নিয়মিতই শো বাড়ানো হচ্ছে। এরপরও দর্শকদের ভিড় সামলাতে না পেরে গতরাত থেকে লেট নাইট শো প্রদর্শন শুরু করেছে হল কর্তৃপক্ষ।
আজ শুক্রবার সপ্তাহের ছুটির দিন হওয়ায় মাল্টিপ্লেক্সে ৬৬টি শো চলবে। খবরটি সামাজিক মাধ্যমে এক পোস্টে জানিয়েছে শাকিব খানের প্রযোজনা সংস্থা এসকে ফিল্মস।
বিজ্ঞাপন
‘বরবাদ’ সর্বশ্রেষ্ঠ সিনেমা, বলছেন দর্শক
এসকে ফিল্মস ওই পোস্টে লিখেছে, ‘দেশের সব মাল্টিপ্লেক্সে আজকে বরবাদের শো এখন পর্যন্ত ৬৬ টি। সবগুলো হাউজফুল। শো চলবে মধ্যরাতেও। অনেকে টিকেট না পেয়ে হতাশ হচ্ছেন!’
সবশেষ লিখেছে, ‘বরবাদ’ সর্বত্র শাসন করছে। লেখার শেষে বাংলাদেশের লাল-সবুজ পতাকা ইমোজি ব্যবহার করতে দেখা গেছে।
বিজ্ঞাপন
দর্শক চাহিদায় ‘বরবাদ’-এর বিশেষ লেট নাইট শো
বলে রাখা ভালো, সিনেমা হলের সংখ্যার দিক থেকে মেগাস্টার শাকিব খানের ধারে কাছে কেউ নেই। মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে তার ‘বরবাদ’ পেয়েছে ১২০টি হল।
‘বরবাদ’-এর এতো শো আয়োজন প্রমাণ করে, দেশীয় সিনেমার সুদিন ফিরছে। চলচ্চিত্রপ্রেমীরা মনে করছেন, এরকম সিনেমা নিয়মিত হলে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি আরও এগিয়ে যাবে।
ইএইচ/