মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ঢাকা

দর্শক চাহিদায় ‘বরবাদ’-এর বিশেষ লেট নাইট শো

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২৫, ০৭:০১ পিএম

শেয়ার করুন:

loading/img

সিনেমা হলে রমরমিয়ে চলছে মেগাস্টার শাকিব খানের ঈদের সিনেমা ‘বরবাদ’। দর্শকের উপচে পড়া ভিড় প্রেক্ষাগৃহগুলোতে। কোথাও চাপ মাত্রাতিরিক্ত। 

নিয়মিত শো পুরণ করতে পারছে না দর্শক চাহিদা। ফলে দর্শক চাপ মাথায় রেখে বুড়িগঙ্গার তীরে অবস্থিত পুরান ঢাকার প্রথম মাল্টিপ্লেক্স লায়ন সিনেমাসে ‘বরবাদ’-এর বিশেষ লেট নাইট শো রাখছে কর্তৃপক্ষ।


বিজ্ঞাপন


খবরটি সামাজিক মাধ্যমে জানিয়েছেন ‘বরবাদ’-এর পরিচালক মেহেদী হাসান হৃদয়। নিজের ফেসবুকে তিনি লিখেছেন, দর্শকদের অতিরিক্ত চাহিদায়  লায়ন সিনেমাসে আজ (বৃহস্পতিবার) ‘বরবাদ’ স্পেশাল লেট নাইট শো রাখছে কর্তৃপক্ষ। শো টাইম ১০.৫০। 

এরপর লেখেন, বাংলাদেশের প্রথম কোনো সিনেপ্লেক্স এত রাতে শো। কোন সিনেমার জন্য এত রাতে শো দিয়েছিল কি না আমাদের জানা নেই।

‘বরবাদ’ নির্মাণ করেছেন মেহেদী হাসান হৃদয়। এতে শাকিব ফের জুটি বেঁধেছেন ইধিকা পালের সঙ্গে। এতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, মামুনুর রশীদ, ইন্তেখাব দিনার, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর প্রমুখ।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub