মা হয়েছেন বলিউড অভিনেত্রী রিচা চাড্ডা। ১৬ জুলাই এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন রিচা। আজ বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে এক বিবৃতির মাধ্যমে অভিনেত্রী ও তার স্বামী আলি ফজল দিয়েছেন এ খবর।
রিচা ও আলি বলেছেন, “আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি, গত ১৬ জুলাই আমরা এক সুস্থ কন্যা সন্তানের মা-বাবা হয়েছি। আমাদের দুই পরিবারও খুব খুশি। ভালবাসা ও আশীর্বাদ দেওয়ার জন্য আমাদের শুভাকাঙ্ক্ষীদের অসংখ্য ধন্যবাদ।”
বিজ্ঞাপন
২০২২ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন রিচা-আলি। এ বছরের শুরুতেই অভিনেত্রী দিয়েছিলেন মা হওয়ার খবর। কয়েক দিন আগে বেবি বাম্পের ছবি প্রকাশ করেন এ তারকা লিখেছিলেন, “একা লাগছে বলে অস্বস্তি হচ্ছে। তার কারণ, আসলে আমি একা নই। প্রতি মুহূর্তে অনুভব করছি, আমার মধ্যে এক ছোট্ট প্রাণ নড়েচড়ে বেড়াচ্ছে। কখনও সে ছোট্ট হাঁটু দিয়ে লাথি মারছে, কখনও তার ছোট্ট কান দিয়ে আমার কথা শুনছে। আমি সেই কুঁড়ি ফুটে ওঠার অপেক্ষায় রয়েছি।”
আরও লিখেছিলেন, “আর অপেক্ষা করাস না সোনা, তাড়াতাড়ি আয় এ বার।”