আবারও বলিউডে নক্ষত্র পতন। মারা গেলেন দেশপ্রেমমূলক সিনেমার নির্মাতা ও অভিনেতা মনোজ কুমার। আজ শুক্রবার মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাঃস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।
বিজ্ঞাপন
১৯৩৭ সালে জন্ম মনোজ কুমারের। তার আসল নাম হরিকৃষ্ণন গিরি গোস্বামী। ১৯৫৭ সালে ‘ফ্যাশন’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন। শোবিজ অঙ্গনে পা রেখেই নাম পরিবর্তন করেন। ‘কাঞ্চি কি গুড়িয়া’ ছবিতে অভিনয়ের পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি।
অভিনয়ের পাশাপাশি বেশ কিছু দেশপ্রেমমূলক সিনেমার নির্দেশনা দিয়েছিলেন। এই ঘরানার সিনেমা নির্মাণের জন্য ‘ভারত কুমার’ নামে পরিচিতি পান। এরমধ্যে ‘পূর্ব অউর পশ্চিম’, ‘ক্রান্তি’, ‘রুটি’, ‘কাপড়া অউর মকান’— ছবিগুলি উল্লেখ্যযোগ্য। কাজের স্বীকৃতি স্বরূপ জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং সাতটি ফিল্মফেয়ার পুরস্কারে সম্মানিত হয়েছেন তিনি।
বিজ্ঞাপন
ভারতীয় সিনেমার ইতিহাসে এক কিংবদন্তি নাম মনোজ কুমার। অভিনয় জীবনে কাজ করেছেন প্রেম নাথ, প্রেম চোপড়া, কমিনী কৌশল, হেমা মালিনীসহ বহু তারকার সঙ্গে।
একুশে পদকপ্রাপ্ত অভিনেতা মাসুদ আলী খান মারা গেছেন
তার মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন পরিচালক অশোক পণ্ডিত। তিনি বলেন, ‘দাদাসাহেব ফালকে পুরস্কারপ্রাপ্ত কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা মনোজ কুমার আমাদের মাঝে আর নেই। এটা ইন্ডাস্ট্রির এক বিশাল ক্ষতি। তাকে আমরা খুব মিস করব। মাঝেমধ্যেই দেখা হত, উনি সবসময় প্রাণোচ্ছল ছিলেন, হাসিখুশি থাকতেন। তার মতো মানুষ, তার মতো নির্মাতা হয় না। পুরো ইন্ডাস্ট্রি উনাকে মনে রাখবে।’
ইএইচ/