মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ঢাকা

ফের নতুন সংসার গোছাবেন মাহিয়া মাহি!

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৫, ১১:৩৭ এএম

শেয়ার করুন:

loading/img

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি আবারও নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন! সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এমনই ইঙ্গিত দিয়েছেন। যা নিয়ে ভক্তদের মধ্যে শুরু হয়েছে নানা গুঞ্জন।

আজ রাতে লাশের বন্যা বয়ে যাবে: মাহি


বিজ্ঞাপন


বর্তমানে অভিনয়ে অনিয়মিত হলেও সোশ্যাল মিডিয়ায় নিয়মিতই ভক্তদের মাঝে হাজির হন তিনি। তার ব্যক্তিগত জীবনের নানা মুহূর্তও তুলে ধরেন ভক্তদের মাঝে। সম্প্রতি এ অভিনেত্রী এক ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়েছেন। যেখানে মাহি লিখেছেন, ‘খুব সুন্দর একটা সংসার গোছাবো ঠিকাছে। কখনো লবণ কম, কখনো বেশি, কখনো ভাত গলে গিয়ে যাউ হতে হতে একদিন খুব মজার রান্না করতে শিখে যাবো তোমার জন্য।’

mahi_2

তিনি আরও লিখেছেন, ‘কফি খেতে খেতে কিংবা গাড়িতে কোনো লং জার্নিতে আমরা অন্য সব বোরিং কাপল গুলোর মতো ফেসবুক স্ক্রলিং করবোনা, বরং আমরা তুমুল গল্প করবো, হাসবো, হাসাবো খুব সুন্দর একটা সংসার গুছাবো আমরা।’

মাহির ‘আস্থার আস্তানা’ নিয়ে স্বামী রাকিব সরকারের বিস্ফোরক মন্তব্য


বিজ্ঞাপন


সবশেষ বলেন, ‘সিনেমার নায়ক নায়িকাদের মতো ভালোবাসা না থাকুক প্রচন্ড মায়া যেনো থাকে সেখানে। যে মায়াতে আমার ভেজা চোখ তোমার ভেতরটা দুমড়ে মুচড়ে দিবে, যে মায়া আমাদের মৃত্যু অব্দি একসাথে রাখবে।’

mahi_1

বলে রাখা ভালো, গত বছরের ১৬ ফেব্রুয়ারি মধ্যরাতে ফেসবুক লাইভে কান্নাজড়িত কণ্ঠে অভিনেত্রীর স্বামী ব্যবসায়ী রকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের খবর জানিয়েছিলেন। তারপর থেকে ছেলে সন্তানকে নিয়ে একাই আছেন। 

ইএইচ/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub