সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ঢাকা

ভারতের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে মুখ খুললেন জন আব্রাহাম

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৬ মার্চ ২০২৫, ১১:১৭ এএম

শেয়ার করুন:

loading/img

ভারতে বসবাসকারী মোট জনসংখ্যার প্রায় ১৯ শতাংশ সংখ্যালঘু। যা প্রতি ১ হাজার জনসংখ্যার ১৯৩ জন কোনও না কোনও সংখ্যালঘু জনগোষ্ঠীর সদস্য। তবুও সংখ্যালঘু নির্যাতনে প্রায় খবরের শিরোনাম দেশটি। অনেকেই নিজের নিরাপত্তা নিয়ে সন্দিহানে থাকে। 

এবার সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে মুখ খুললেন বডিউড অভিনেতা জন আব্রাহাম। তিনিও সংখ্যালঘু সম্প্রদায়ের।


বিজ্ঞাপন


জন আব্রাহামের সংগ্রহে কাওয়াসাকি থেকে হায়াবুসা বাইক

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক স্বাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তবে ভারতের মতো অন্য কোথাও গিয়ে নিরাপদ বোধ করেন না। 

the-diplomat-john-abraham

তিনি যোগ করেন, ‘আমি একজন অভিনেতা। তাই অনেকে বলতে পারে, অভিনেতা বলেই আমি নিরাপদ বোধ করি। তবে মনে রাখা ভালো আমি সংখ্যালঘু সম্প্রদায়ের। কিন্তু আমি অন্য কোথাও ভারতের চেয়ে নিরাপদ বোধ করিনি।’


বিজ্ঞাপন


এপ্রিলিয়া মোটরসাইকেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন জন আব্রাহাম

অভিনেতার কথায়, ‘আমি আমার দেশকে ভালবাসি। আমি এখানে নিরাপদ বোধ করি। সংখ্যালঘুরা যে এখানে নিরাপদ, তার জীবন্ত উদাহরণ আমি। সম্ভবত আমি যে সংখ্যালঘু গোষ্ঠীর মানুষ, তাদের সঙ্গে কারও কোনো সমস্যা নেই।’ 

সবশেষে তিনি জানিয়েছেন, ‘কোথাও গেলেই নিজের সঙ্গে ভারতের জাতীয় পতাকা রাখেন। আমি ভারতীয় বলে গর্ববোধ করি।’ 

john-abraham-14124093-16x9

হোলিতে মুক্তি পেয়েছে জন অভিনীত ‘দ্য ডিপ্লোম্যাট’ ছবি। সত্য ঘটনা অবলম্বনে নির্মাত এই ছবি। পাকিস্তানের এক পুরুষের হানি ট্র্যাপ পড়েছিলেন উজমা আহমেদ নামে এক ভারতীয় নারী। ওই নারীকে ফিরিয়ে এনেছিলেন কূটনীতিবিদ জেপি সিংহ। ওই কূটনীতিবিদের চরিত্রে দেখা গেছে অভিনেতাকে। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন