সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ঢাকা

ধর্ষণের প্রতিবাদকারীদের অনেকে কুপ্রস্তাব দিয়েছেন, স্বাগতার দাবি 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫ মার্চ ২০২৫, ০৭:০২ পিএম

শেয়ার করুন:

loading/img

দেশজুড়ে ভয়াবহভাবে বেড়েছে ধর্ষণ। বিভিন্ন বয়সী নারীরা আক্রান্ত হচ্ছেন। বাদ পড়ছে না একরত্তি শিশুও। এ অবস্থায় নারীর নিরাপত্তা নিয়ে শঙ্কিত সবাই। প্রতিবাদে বিনোদন অঙ্গনের একাধিক সংগঠন নেমেছে রাস্তায়।

সবাই যখন ধর্ষণের বিরুদ্ধে সরব ঠিক তখন বিস্ফোরক অভিনেত্রী জিনাত জানু স্বাগতা। তিনি জানিয়েছেন যারা ধর্ষণের প্রতিবাদ করছেন তাদের অনেকেই অবৈধভাবে শারীরিক সম্পর্ক স্থাপন করতে চেয়েছিলেন অভিনেত্রীর সঙ্গে। 


বিজ্ঞাপন


বিষয়টি নিয়ে নিজের ফেসবুকে স্বগতা লিখেছেন, ‘আমার নিউজফিডে প্রচুর পুরুষকে দেখছি ধর্ষকের বিরুদ্ধে জোর প্রতিবাদ জানিয়েছে। কিন্তু এর মধ্যে অনেকেই আমাকে কাজের বিনিময়ে শোয়ার শর্ত জুড়ে দিয়েছে। রাজি হইনি বলে চিরতরে কাজের সুযোগও বন্ধ করে দিয়েছে। প্রশ্ন হচ্ছে তারাও কি ধর্ষক নয়?’

স্বাগতার এই পোস্টের মন্তব্যঘরে একজন লিখেছেন, ‘‘তারা তোমার অনুমতি চেয়েছে, জোর জবরদস্তি করেনি ইচ্ছার বিরুদ্ধে। তোমার যেমন ‘না’ বলার স্বাধীনতা আছে, তাদেরও তেমন কাজে ‘না’ নেওয়ার স্বাধীনতা আছে।’’

জবাবে স্বাগতা লিখেছেন, ‘এটা হলো সিন্ডিকেট করে কাজ বন্ধ করা। যেন আমি বাধ্য হই ইয়েস বলতে। টেকনিক্যালি ধর্ষণ, যদি কাজ করতেই হয় তাহলে রাজি হতেই হবে…।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন