দুই দশক আগে ‘কৃশ’ ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা মুক্তি পেয়েছিল। হৃত্বিক রোশন অভিনীত আর রাকেশ রোশন পরিচালিত সিনেমাটি তখনকার বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছিল। শুধু তাই নয়, বলিউডের সবচেয়ে জনপ্রিয় সুপার হিরোর তকমা গায়ে জড়ান অভিনেতা।
দীর্ঘদিন ধরে আলোচনায় আছে এই ফ্র্যাঞ্চাইজি চতুর্থ ছবি। ‘কৃশ ৪’-এর জন্য দর্শকরা অপেক্ষায় রয়েছেন। সম্প্রতি জানা গেছে বাজেট বেশি হওয়ায় ছবিটি নির্মাণ করতে রাজি নয় কোনো প্রযোজক।
বিজ্ঞাপন
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী , এ ছবি নির্মাণের জন্য বড় বাজেট এবং ৭০০ কোটি রুপির স্টুডিও সেটআপের ঝুঁকি নিতে রাজি হচ্ছেন না প্রযোজকরা। প্রথমে হৃত্বিকের বন্ধু এবং পরিচালক সিদ্ধার্থ আনন্দের প্রযোজনা করার কথা ছিল। তবে তিনিও প্রযোজনা থেকে সরে গিয়েছেন।
গণমাধ্যমের প্রতিবেদনে আরও জানা গেছে, ছবির পরিচালক করণ মালহোত্রাও ‘কৃশ ৪’ থেকে সরে গিয়েছেন।
বিজ্ঞাপন
এর আগে একটি স্বাক্ষাৎকারে হৃত্বিকের বাবা রাকেশ রোশন জানিয়েছিলেন, ‘তিনি পরিচালনার কাজ থেকে অবসর নিয়েছেন এবং আর কোনো ছবি পরিচালনা করবেন না। তবে তিনি ভক্তদের আশ্বস্ত করেছিলেন ‘কৃশ ৪’-এর কাজ চলছে এবং শীঘ্রই এর আনুষ্ঠানিক ঘোষণা করা হবে।’