বলিউড অভিনেতা জন আব্রাহাম এপ্রিলিয়া মোটরসাইকেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন। রেসিং বাইকের দুনিয়ায় বড় নাম এপ্রিলিয়া। আদ্যোপান্ত বাইক-প্রেমী জন আব্রাহামও। এদিন সেই ঘোষণা করে সোশ্যাল মিডিয়ায় ছবি প্রকাশ করেছে সংস্থা। নতুন ব্র্যান্ড অ্যাম্বাস্যাডারের পাশাপাশি একাধিক বাইকও লঞ্চ করেছে সংস্থা। ভারতের রেসিং বাইকের বাজার আরও জনপ্রিয় করে তোলার পরিকল্পনা এপ্রিলিয়ার।
আরও পড়ুন: সুজুকি আনল নতুন হায়াবুসা মোটরসাইকেল
বিজ্ঞাপন
একাধিক দুরন্ত বাইক লঞ্চ করে বড় চমক দিল এপ্রিলিয়া। ভারতে হাজির হয়েছে আরএসভি৪, ফ্যাক্টরি ১১০০, আরএস ৬৬০, টুনো ৬৬০ এবং টুরেগ মডেল। প্রত্যেকটি বাইক সিবিইউ ইউনিট হিসাবে বাজারে আত্মপ্রকাশ করেছে।
জন আব্রাহামের বাইক কালেকশন
বিজ্ঞাপন
এর আগে ইয়ামাহা মোটর ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাস্যাডার ছিলেন জন আব্রাহাম। তার গ্যারেজে রয়েছে ইয়ামাহা আর১, কাওয়াসাকি জেডেএক্স-১৪আর, হোন্ডা সিবি ১০০০আরআর-আর, ডুকাটি ডিয়াভেল, সুজুকি জিএসএক্স, বিএমডাব্লিউ এস১০০আরআর, ইয়ামাহা আরডি ৩৫০, ইয়ামাহা ভি ম্যাক্স, এমভি অগাস্টা এফ৩, এপ্রিলিয়া আরএসভি৪ এফ, সুজুকি হায়াবুসা এবং ডুকাটি পানিগেল।
এজেড