সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ঢাকা

অবসরের ঘোষণা দিয়েও অভিনয়ে অমিতাভ!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৬ মার্চ ২০২৫, ১২:০৭ পিএম

শেয়ার করুন:

loading/img

বড় পর্দায় অভিনয় যার ধ্যানজ্ঞান তিনি কিভাবে অভিনয়কে বিদায় দিয়ে ঘরে বন্দি থাকতে পারেন। ক্যারিয়ারে উপহার দিয়েছেন জনপ্রিয় ছবি। দিন কয়েক আগে নিজেই জানিয়েছিলেন ‘বয়স হচ্ছে, সংলাপ মনে রখাতে পারছি না।’ তখন গুঞ্জন উঠেছিল অভিনয়কে বিদায় জানাচ্ছেন অমিতাভ বচ্চন।

বলিউডকে বিদায় জানাচ্ছেন অমিতাভ বচ্চন!


বিজ্ঞাপন


ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নাগ আশ্বিন পরিচালিত ‘কল্কি ২৮৯৮ এডি’র দ্বিতীয় পর্বে দেখা যাবে বিগ বিকে। ছবির শুটিং শুরু হবে মে মাস থেকে। ‘কল্কি’র প্রথম পর্বে ‘অশ্বত্থামা’ চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। দ্বিতীয় পর্বে কাজের জন্য রাজি হয়েছেন এই অভিনেতা। এমন সংবাদে উচ্ছ্বাসিত বিগ বির অনুরাগীরা।

amitabh-bacchan-090225-01-1739098728 

‘কল্কি’ সিক্যুয়েলে ‘কমান্ডার মানস’ চরিত্রে শাশ্বত চট্টোপাধ্যায়ের দেখা যেতে পারে। এ প্রসঙ্গে ভারতীয় সংবাদমাধ্যমকে অভিনেতা বলেন, ‘প্রথম পর্বে আমার মৃত্যু দেখানো হয়েছে। দ্বিতীয় পর্বে আমার ফিরে আসার সম্ভাবনা খুব কম। ছবিতে কাজের বিষয়ে এখনও কেউ যোগাযোগ করেনি। পরবর্তীতে জানানো হলে অবশ্যই জানাব।’

ব্যাংককের যৌনপল্লিতে অমিতাভ বচ্চন, কী করেছিলেন আড়াই ঘণ্টা? 


বিজ্ঞাপন


বলে রাখা ভালো, ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবিটি পরিচালনা করেছিল নাগ আশ্বিন। ছবিতে অভিনয় করেন প্রভাস, দীপিকা পাড়ুকোন, অমিতাভ বচ্চন, কমল হাসান, দিশা পাটানি। 

ইএইচ/ 

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন