সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ঢাকা

এ আর রহমানের শারীরিক অবস্থা সম্পর্কে যা জানা গেল 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৬ মার্চ ২০২৫, ১২:৫৩ পিএম

শেয়ার করুন:

loading/img

অস্কারজয়ী ভারতীয় সংগীত পরিচালক এ আর রহমানের অসুস্থতার খবরে দুশ্চিন্তাগ্রস্ত তার অনুরাগীরা। সুরকারের শারীরিক অবস্থার খোঁজ পেতে অস্থির হয়েছিলেন। এবার এলো কাঙ্ক্ষিত খোঁজ। জানা গেল, সম্পূর্ণ বিপদমুক্ত রহমান। 

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, চিকিৎসকেরা জানিয়েছেন সম্ভবত উপবাসের কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন রহমান। গতকাল শনিবার রাতে লন্ডন থেকে চেন্নাই ফিরেছিলেন তিনি। তখন থেকেই শরীরে অস্বস্তির কথা জানাচ্ছিলেন। 


বিজ্ঞাপন


আজ রোববার সকালে তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মনে করা হচ্ছে, রমজানের উপবাসের সঙ্গেই দীর্ঘ পথযাত্রার ধকলে অসুস্থ হয়ে পড়েছিলেন রহমান। আপাতত বিপদমুক্ত তিনি।

আজ রোববার হঠাৎ বুকে ব্যাথা হলে চেন্নাইয়ের গ্রিমস রোডের একটি হাসপাতালে ভর্তি করানো হয় রহমানকে। এদিন সকাল সাড়ে ৭টার দিকে সুরকারকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা করা হয় তার।

image-762303-1705053227


বিজ্ঞাপন


এদিকে গেল সপ্তাহে রহমানের সদ্য প্রাক্তন স্ত্রী সায়রা বানুকে হাসপাতালে ভর্তি করা হয়। একটি অস্ত্রোপচার হয় তার। সপ্তাহ না ঘুরতেই বুকে ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন সুরকার। 

গেল বছর সায়রা বানুর সঙ্গে বিচ্ছেদ হয় রহমানের। দীর্ঘ ২৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন তারা। বিষয়টি অনুরাগীদের কাছে বিনা মেঘে বজ্রপাতের মতো ছিল। রহমানও খবরটি জানিয়েছিলেন বুকে পাথর বেঁধে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন