সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ঢাকা

দেশের কোন নায়ক কত পারিশ্রমিক নেন

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৬ মার্চ ২০২৫, ০৩:১৩ পিএম

শেয়ার করুন:

loading/img

ঢালিউড অভিনেতারা ছবিপ্রতি কেউ নিচ্ছেন ৩-৫ লাখ, কেউ নিচ্ছেন ২০- ২৫ লাখ। শুধুমাত্র একজন নিচ্ছেন কোটি টাকা পারিশ্রমিক। পরিচালক ও প্রযোজকদের দেওয়া তথ্য থেকে সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে কোন নায়কের পারিশ্রমিক কত। 

Shakib-Khan


বিজ্ঞাপন


শাকিব খান

১৯৯৯ সালে অভিনয় শুরু করেন শাকিব খান। এরপর উপহার দিয়েছেন ‘কোটি টাকার কাবিন’, ‘চাচ্চু’, দাদীমা’র মতো জনপ্রিয় সব ছবি। ঢালিউডের সফল জনপ্রিয় এ অভিনেতা প্রথম ছবিতে অভিনয়ের জন্য পারিশ্রমিক পেয়েছিলেন লাখ টাকার কম। বর্তমানে ছবিপ্রতি দেড় কোটি টাকা হাঁকাচ্ছেন এই অভিনেতা। গত কয়েক বছরে দফায় দফায় দর বাড়িয়েছেন তিনি।

ঢাকা ক্যাপিটালস নিয়ে আরও চমক দিতে চান শাকিব খান

image-222796-1613489724


বিজ্ঞাপন


আরিফিন শুভ

আরিফিন শুভ শোবিজে যাত্রা শুরু করেন র‍্যাম্প মডেলিংয়ের মাধ্যেমে। এরপর প্রথম বড় পর্দায় দেখা যায় ‘জাগো’ছবিতে। ২০১৪ সালে ‘অগ্নি’ ছবিতে অভিনয়ের পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তার। একে একে কাজ করেছেন জনপ্রিয় সব ছবিতে। বর্তমানে ছবিপ্রতি পারিশ্রমিক নিয়ে থাকেন ১৫-২০ লাখ টাকা।

রাজউকের ১০ কাঠার সেই প্লট হারাচ্ছেন আরিফিন শুভ

1716370086_5

শরীফুল রাজ

মিজানুর রহমান পরিচালিত ‘নেটওয়ার্কের বাইরে’ ওয়েব সিনেমা অনবদ্য অভিনয় দিয়ে পরিচালকদের নজরকাড়েন শরিফুল রাজ। ‘পরাণ’ ও ‘হাওয়া’ সিনেমা দিয়ে রাতারাতি তারকা বনে যান। গত ঈদে মুক্তি পেয়েছিল তিনটি ছবি; ‘দেয়ালের দেশ’, ‘কাজলরেখা’ এবং ‘ওমর’ । এখন ছবিপ্রতি ১৫-২০ লাখ টাকা নিচ্ছেন ঢালিউড তারকা। কখনও তা ২৫ লাখও হয়।

রাজ-পরীর বিয়েতে হবে সিনেমার প্রিমিয়ার

1-Daagi-Afran-Nisho-3

আফরান নিশো

প্রায় দুই দশক ছোট পর্দায় অভিনয় করেছেন আফরান নিশো। এরপর ২০২৩ সালে ‘সুড়ঙ্গ’ছবিতে অভিনয় করে বাজিমাত করেন তিনি। ওই ছবিতে পারিশ্রমিক ছিল ২০-২৫ লাখের ঘরে। রায়হান রাফি পরিচালিত ছবিটি মুক্তির পর বেশ আলোচনায় আসেন অভিনেতা। এবারের ঈদে মুক্তি পাচ্ছে এই তারকার দ্বিতীয় ছবি ‘দাগি’। এ ছবিতে পারিশ্রমিক ২০-২৫ লাখের ঘরে।

খোঁজ মিলল আফরান নিশোর, দিলেন সুখবর

sima1-samakal-61c44b9542f02

সিয়াম আহমেদ

এক ঘুগের বেশি সময় বিনোদন জগতে কাজ করছেন সিয়াম আহমেদ। ‘পোড়ামন ২’চলচ্চিত্র দিয়ে আলোচনায় আসেন তিনি। এই ছবিতে পারিশ্রমিক ছিল পাঁচ লাখ টাকা। বর্তমানে দর বেড়েছে। আসন্ন ঈদে এই তারকার ‘জংলি’ ছবিটি মুক্তি পাবে। একাধিক বিশ্বস্ত সূত্র জানিয়েছে, এই ছবিতে সিয়ামের পারিশ্রমিক ৮-১২ লাখ টাকার মধ্যে।

স্বাভাবিক সময়ে ফিরতে চাই: সিয়াম আহমেদ

Untitled-11-samakal-62ac186cc7a20

ইমন

২০০৭ সালে তৌকীর আহমেদ পরিচালিত ‘দারুচিনি দ্বীপ’র মাধ্যমে প্রথম চলচ্চিত্রে অভিনয় ইমনের। এ ছবিতে অভিনয় করে দর্শকমহলে ব্যাপক প্রশংসা কুড়ান তিনি। এরপর কাজ করেছেন বেশ কিছু জনপ্রিয় সিনেমায়। ঢাকাই ছবির আলোচিত এই নায়কের ছবিপ্রতি পারিশ্রমিক ৫-৭ লাখ টাকা। ক্ষেত্রবিশেষে কম বেশি হয়।  

ভালো গল্প ছাড়া অভিনয় করব না: ইমন 

image-36817-1732698162

নিরব হোসেন

মডেলিং দিয়ে শোবিজে আসেন নিরব হোসেন । তার অভিনীত প্রথম সিনেমা ‘মন যেখানে হৃদয় সেখানে’। এ ছবিতে পারিশ্রমিক পেয়েছিলেন দুই লাখ টাকা। এ পর্যন্ত ৩০টির মতো ছবি মুক্তি পেয়েছে এই নায়কের। এখন তিনি ছবিপ্রতি পারিশ্রমিক নিচ্ছেন ৭-১০ লাখ টাকা।  

সংসারে ফাটল, নায়ক নিরবের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ স্ত্রীর 

সাইমন সাদিক ও বাপ্পী চৌধুরী

২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ ছবিতে অভিনয় করে নজরকাড়েন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী। একটা সময় দারুণ জনপ্রিয়তা অর্জন করেন। তখন ছবিপ্রতি ১০-১২ লাখ টাকা পারিশ্রমিক নিতেন তিনি। এদিকে কাছাকাছি সময়ে কাজ শুরু করেন আর এক অভিনেতা সাইমন সাদিক। ছবিপ্রতি তার পারিশ্রমিক ছিল ৭-১০ লাখ টাকা। বর্তমানে দুইজনেই অভিনয়ে অনিয়মিত।

Azad

আদর আজাদ 

একটি বেসরকারি টিভি চ্যানেলের রিয়ালিটি শো ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম চ্যাম্পিয়ান হয়ে বিনোদন অঙ্গনে আসেন আদর আজাদ। প্রথমবারের মতো বড় পর্দায় দেখা যায় ‘তালাশ’সিনেমায়। বর্তমানে ব্যস্ত আছেন ‘টগর’ চলচ্চিত্রের কাজ নিয়ে। এই ছবিতে পারিশ্রমিক নিচ্ছেন ৩-৫ লাখের ঘরে। 

লেখক চরিত্রে আদর আজাদ

60708364_2711914535547579_4855820450682372096_n

জিয়াউল রোশান

৯ বছর ধরে চলচ্চিত্রে অভিনয় করছেন জিয়াউল রোশান। ‘রক্ত’ সিনেমা দিয়ে শুরু হয়েছিল তার অভিনয়জীবন, সর্বশেষ মুক্তি পায় ‘মেকআপ’। রোশান অভিনীত ছবির প্রযোজক পরিচালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ছবিপ্রতি তার বর্তমান পারিশ্রমিক ৮-১০ লাখ টাকা।  

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন