সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ঢাকা

মডেলিংয়ে সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা 

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৬ মার্চ ২০২৫, ০১:৪৫ পিএম

শেয়ার করুন:

loading/img

অকাল প্রয়াত জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর পর কেটে গেছে দীর্ঘ সময়। তার প্রাক্তন স্ত্রী সামিরা হক এখন সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষক ইশতিয়াক আহমেদের ঘরণী। নতুন খবর হলো, এবার মডেলিংয়ে নাম লিখিয়েছেন তিনি। 

শাকিবকে নিয়ে যা বললেন যীশু

সামাজিক মাধ্যম থেকে জানা যায়, গো দেশী নামের একটি ব্র্যান্ডের মডেল হয়েছেন সামিরা। বিষয়টি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন গো দেশীর কর্ণধার সাবেরা আনোয়ার। 

99993d9d-4b13-4993-88f4-dfa661ddd927

নিজের ফেসবুকে বিভিন্ন শাড়িতে নিজের নান্দনিক সৌন্দর্য মেলে ধরে মডেলিংরত সামিরার ভিডিও শেয়ার করে সাবেরা লিখেছেন, ‘তিনি রহস্যময়, তিনি সৌন্দর্যের এক অনন্য প্রতীক। সময়ের স্রোতে অনেক কিছু বদলে গেলেও, তার আভিজাত্য ও কমনীয়তা আজও অনন্য।’

এরপর সামিরার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি লিখেছেন, ‘গোদেশীর জন্য তিনি সময় দিয়েছেন যা অন্য কোনো মিডিয়া বা ফ্যাশন হাউস কখনও পায়নি, যার জন্য আমরা তার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এ ফটোশুটে ধরা দিয়েছে তার মোহনীয় উপস্থিতি, যেখানে আমরা তুলে ধরেছি তার ব্যক্তিত্বের মাধুর্য। অনবদ্য শৈলীতে গড়া প্রতিটি ফ্রেম যেন বলে যায় এক নীরব কবিতা।’

সামিরার সম্ভ্রান্ত সৌন্দর্য নিয়ে গোদেশীর কর্ণধার লিখেছেন, ‘তার সৌন্দর্য কেবল বাহ্যিক নয়, বরং এক অদ্ভুত জ্যোতি যা চারপাশকে আলোকিত করে। তিনি আধুনিক নারীর প্রতিচ্ছবি, যিনি আত্মবিশ্বাসে ভরপুর, আভিজাত্যে সমৃদ্ধ। তিনি শুধুই একজন নারীই নন, তিনি তার সন্তানদের জন্য অনুপ্রেরণা, তার সঙ্গীর জন্য আশ্রয়।’

482895572_636029022649236_5730051802097190330_n

এ প্রসঙ্গে ঢাকা মেইলকে সামিরা বলেন,  ‘আমি ওদের দশটি পোশাক পরে ফটোশুট করেছি। পাঁচটি শাড়ি, পাঁচটি সালোয়ার কামিজ। পুরো আয়োজনটিই আমি আনন্দের জন্য করেছি। গো দেশীর সুন্দর যাত্রায় আমি সঙ্গী হতে পেরে আনন্দিত। তাছাড়া দেশি পণ্যের বিকাশ, গুণগত মান ও ক্রেতার সন্তুষ্টির প্রশ্নে গো দেশী খুবই দায়বদ্ধ। এমন পণ্যের প্রচারে অংশ নেয়া উচিত।’

তিনি মডেলিংয়ের অভিজ্ঞতা জানিয়ে বলেন, ‘ফটোশুটে অংশ নিতে শুরুর অনেকটা আন ইজি লাগছিল। তবে খুব এনজয় করেছি। ছবিগুলো প্রকাশ হওয়ার পর সবাই খুব ইতিবাচকভাবে নিচ্ছেন, অনেকে প্রশংসা করছেন; এগুলো আরও ভালো লাগছে।’

483619332_1318243676055822_6257695004397656687_n

এদিকে সামিরাকে মডেলিংয়ে দেখে নেটিজেনরাও উচ্ছ্বসিত। তার শৈল্পিক সৌন্দর্য চোখ ধাধিয়ে দিয়েছে। মন্তব্যের ঘরে অনেকেই প্রকাশ করেছেন তা।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন