নেত্রকোনার কেন্দুয়া থেকে মাদরাসা ছাত্রী এক কিশোরীকে অপহরণের ঘটনায় করা মামলার আসামি মো. মুজাহিদুল ইসলামকে (৩৫) গ্রেফতার করেছে র্যাব।
সোমবার (২৪ মার্চ) দুপুরে কেন্দুয়া উপজেলার চেংজানা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
ময়মনসিংহ র্যাব ১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতার মুজাহিদুল ইসলাম কেন্দুয়া উপজেলার চেংজানা গ্রামের মোখলেছুর রহমানের ছেলে।
র্যাব জানায়, কিশোরগঞ্জ সদর থানায় মাদরাসা ছাত্রী এক কিশোরীকে অপহরণের ঘটনায় করা মামলার এজহারভুক্ত আসামি মুজাহিদুল। গত বছরের পহেলা ডিসেম্বর ওই মামলা হওয়ার পর থেকে তিনি পলাতক ছিলেন। র্যাব তাকে ধরতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে তথ্য উপাত্ত সংগ্রহ করে। পরে আজ সোমবার কেন্দুয়ার চেংজানি গ্রাম থেকে মুজাহিদুলকে গ্রেপ্তার করে র্যাব কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল।
র্যাব কর্মকর্তা আশরাফুল কবির জানান, গ্রেফতার মুজাহিদুলের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কিশোরগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/ এজে