মাদারীপুরের কালকিনিতে ফাঁদ পেতে একটি কুমির ধরে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা।
শনিবার (২৯ মার্চ) দুপুর ১টার দিকে কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের নতুন আন্ডারচর গ্রামে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা যায়, পালরদী নদীতে বেশ কিছু দিন ধরে একটি কুমির দেখতে পান স্থানীয়রা। বিষয়টি নিয়ে উপজেলা প্রশাসনও মাইকিং করে সাধারণ মানুষকে সচেতন করে দেয়। এরপর স্থানীয়রা সতর্ক অবস্থানে থাকেন।
শনিবার কালকিনির নতুন আন্ডারচরের পালরদী নদীর সংযোগ খালে কুমির দেখতে পান এলাকাবাসী। পরে তারা বিভিন্ন কৌশলে কুমিরটিকে আটকে ফেলেন। একপর্যায়ে রশি দিয়ে বেঁধে কুমিরটিকে পিটিয়ে হত্যা করে উৎসুক জনতা।
কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ বলেন, উৎসুক জনতা কুমিরটিকে পিটিয়ে মেরে ফেলছে। কিন্তু বন্যপ্রাণী হত্যা আইনত দণ্ডনীয় অপরাধ।
প্রতিনিধি/ এমইউ