বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

আগামীকাল শরীয়তপুরের ৩০ গ্রামে ঈদ

জেলা প্রতিনিধি, শরীয়তপুর 
প্রকাশিত: ২৯ মার্চ ২০২৫, ১০:১৩ পিএম

শেয়ার করুন:

loading/img

শরীয়তপুরের নড়িয়ায় সুরেশ্বর পিরের ভক্তরা আগামীকাল পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন। 

জেলার নড়িয়া, জাজিরা, ভেদরগঞ্জ, ডামুড্যা, গোসাইরহাট ও শরীয়তপুর সদর উপজেলার ৩০টি গ্রামের প্রায় ৩২ হাজার লোক যথাযোগ্য মর্যাদায় ঈদের উৎসবে অংশগ্রহণ করবেন বলে ঢাকা মেইলকে জানান শাহ সুফি সৈয়দ কামাল নূরী সুরেশ্বরী।


বিজ্ঞাপন


রোববার (৩০) মার্চ সকাল ৯টা ৩০ মিনিটে সুরেশ্বরী পিরের মাজার সংলগ্ন মাঠে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে। 

নামাজের জামাতের ইমামতি করবেন মাওলানা শাহ সুফি সৈয়দ বেলাল নূরী সুরেশ্বরী ও মোনাজাত পরিচালনা করবেন গদিনশিন পীর ও মোতাওয়াল্লি হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ কামাল নূরী সুরেশ্বরী।

চান্দ্র মাসের হিসেবে সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রায় শত বছর ধরে এসব গ্রামে এক দিন আগেই ঈদ উৎসব উদযাপিত হয়ে আসছে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন