যশোরের মণিরামপুরে বেড়াতে গিয়ে এক নারী শ্রমিক ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার রাতে ওই নারী শ্রমিক ধর্ষণের শিকার হন। অভিযোগ পেয়ে শনিবার বিকেলে অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে পুলিশ।
বিজ্ঞাপন
আটককৃতরা হলেন- উপজেলার দক্ষিণ মনোহরপুর গ্রামের সাঈদ হোসেন এবং একই গ্রামের হাবিবুল্লাহ।
নির্যাতনের শিকার ওই নারী শ্রমিক জানান, শুক্রবার বিকেলে বিকাশে টাকা পাঠাতে তিনি উপজেলার কালিবাড়ি মোড়ে যান। সেখানে মিলে যাতায়াতের সুবাদে পূর্ব থেকে পরিচিত সবুজ হোসেনের সঙ্গে তার দেখা হয়। স্থানীয় সোহান নামে এক চালকের ভ্যানে করে সবুজ এবং তিনি তাদের বন্ধু ইমরানের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। মনোহরপুর কারিগরি বিজ্ঞান ও প্রযুক্তি স্কুল ও কলেজের সামনে পৌঁছলে হালিম সরদার ও হাবিবুল্লাহ তাদের গতিরোধ করেন। এ সময় দুজন ওই নারী ও সবুজ হোসেনকে অনৈতিক কাজের অভিযোগ তুলে টাকা দাবি করেন। এরপর সবুজকে সঙ্গে নিয়ে হাবিবুল্লাহ টাকা আনতে যায়।
টাকা না পাওয়া পর্যন্ত ওই নারী শ্রমিককে আটকে রাখে সাঈদ হোসেন। হাবিবুল্লাহ ফিরে এসে রাত সাড়ে ১০টার দিকে ওই নারীকে একই গ্রামের সামাদ হোসেনের বাগানে যায়। পরে হালিম ও হাবিবুল্লাহ ধর্ষণ করে বলে ওই নারীর অভিযোগ।
শনিবার ঘটনাটি জানজানি হলে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে দুজনকে খুঁজতে থাকে। জানতে পেরে উপজেলার নেহালপুর ফাঁড়ি ইনচার্জ এসআই মো. নূর ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে শনিবার বিকেলে তাদের আটক করে।
বিজ্ঞাপন
নেহালপুর ফাঁড়ির ইনচার্জ এসআই মো. নূর ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় দুজনকে আটক হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।
প্রতিনিধি/এমআর