বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশিত: ২৯ মার্চ ২০২৫, ০৭:৩৮ পিএম

শেয়ার করুন:

loading/img

ফরিদপুরে ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। 

শনিবার (২৯ মার্চ) দুপুরে এ বিষয়টি নিশ্চিত করেন সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব।


বিজ্ঞাপন


এর আগে শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই যুবকের নাম মো. বকুল খান। তিনি জেলার সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের মৃত আবুল হাসেম খানের ছেলে।

নিহতের পরিবার জানায়, বকুল পেশায় একজন ব্যাটারিচালিত অটোরিকশা চালক। শুক্রবার দিন গাড়ি চালিয়ে রাতে বাড়ি ফিরেন তিনি। ওই সময় বিদ্যুৎ না থাকায় খাওয়া-দাওয়া শেষ করে গাড়ির অন্য কাজ করছিলেন তিনি।

বিদ্যুৎ এলে রাত ১১টার দিকে নিজ বাড়িতে বকুল তার অটোরিকশায় চার্জ দেওয়ার জন্য চার্জার মেশিনে সংযোগ দিতে যায়। তারের মুখ খোলা থাকায় সংযোগ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন বকুল। রাতে তার মা শাহানাজ বেগম বকুলকে ঘরে না পেয়ে অটোরিকশা চার্জ দেওয়ার ঘরে যায়। সেখানে বৈদ্যুতিক তার জড়িয়ে বকুলকে মৃত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দেন।

মায়ের আত্মচিৎকারে বাড়ির আশেপাশের লোকজন ছুটে আসে। এ ঘটনায় সদরপুর থানা পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।


বিজ্ঞাপন


এ বিষয়ে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব হোসেন বলেন, ইজিবাইক চার্জ দেওয়ার সময় তার জড়িয়ে তার মৃত্যু হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষ করে তার পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন