বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

 জনগণের ভোটে ক্ষমতায় আসবে বিএনপি: অমিত

জেলা প্রতিনিধি, যশোর 
প্রকাশিত: ২৯ মার্চ ২০২৫, ১০:৩৯ পিএম

শেয়ার করুন:

 জনগণের ভোটে ক্ষমতায় আসবে বিএনপি: অমিত

বিএনপি’র খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, জনগণের ভোটে অতীতের মতো আগামীতেও রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে বিএনপি।

শনিবার (২৯ মার্চ) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র উদ্যোগে যশোরের বাঘারপাড়ায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। 


বিজ্ঞাপন


উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। বাঘারপাড়া ডিগ্রি মহাবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - বিএনপি’র খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। 

এ সময় তিনি বলেন, বিএনপি কোনো দিন কারও দয়ায় রাষ্ট্র ক্ষমতায় আসেনি এবং ভবিষ্যতেও আসবে না। বিএনপির দায়বদ্ধতা দেশের জনগণের কাছে। তাদের ভোটে বিএনপি অতীতের মতো আগামীতেও রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। 

অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগের কথা কখনও ভোলা যাবে না। তাদের এই আত্মত্যাগের কোনো প্রতিদান হয় না। সে কারণে বিভিন্ন উপলক্ষ্যে আমরা তাদের এই আত্মত্যাগের কথা সম্মানের সঙ্গে স্মরণ করি।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার টিএস আইয়ূবের নেতৃত্বে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। 


বিজ্ঞাপন


এতে সভাপতিত্ব করেন বাঘারপাড়া উপজেলা বিএনপির সভাপতি তানিয়া রহমান সুমি। বিশেষ অতিথি ছিলেন - যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম ও শহিদুল বারী রবু, বিএনপি নেতা হাজী আনিসুর রহমান মুকুল। 

এছাড়া ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন - উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুর রহমান, সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম সৌদি, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান মিন্টু, বিভিন্ন ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও সাধারণ সম্পাদক,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিল্লাল হোসেন, সদস্য সচিব জাকির হোসেন সুহুদ, পৌর যুবদলের আহ্বায়ক হিরু আহমেদ, সদস্য সচিব পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক লাভলুর রহমান প্রমুখ।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর