বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

ফেসবুকে হা হা রিঅ্যাক্ট দেওয়ায় কলেজ শিক্ষার্থীকে হত্যা 

জেলা প্রতিনিধি, শেরপুর
প্রকাশিত: ২৯ মার্চ ২০২৫, ০৮:৪৫ পিএম

শেয়ার করুন:

loading/img

ফেসবুক পোস্টে হা হা রিঅ্যাক্ট দেওয়ায় শেরপুরের নালিতাবাড়ির নয়াবিল বাজারে নাঈম হোসেন নামে এইচএসসি পরীক্ষার্থীকে ছুড়িকাঘাতে হত্যা করেছে সবুজ নামে এক যুবক। পরে স্থানীয়রা অভিযুক্তকে আটক করে নালিতাবাড়ী থানা-পুলিশের কাছে সোপর্দ করে।

শনিবার (২৯ মার্চ) দুপুরে নয়াবিল বাজারে এ ঘটনা ঘটে ।


বিজ্ঞাপন


নিহত নাঈম হোসেন নালিতাবাড়ী উপজেলার নয়াবিল এলাকার ইসমাইল হোসেনের কলেজ পড়ুয়া ছেলে। আটক সবুজ মিয়া একই উপজেলার আন্ধারুপাড়ার ভট্রু মিয়ার ছেলে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, সবুজ মিয়া তার ফেসবুক পেইজে পোস্ট দেয়। ওই পোস্টে ‘হা হা রিয়্যাক্ট’ দেয় নাঈম। এই ক্ষোভে আজ বেলা ১১টার দিকে নয়াবিল বাজারে গিয়ে কথা বলার অজুহাতে নাঈমকে সবুজ ডেকে নিয়ে যায়। বাজারের একপ্রান্তে নিয়ে নাঈমকে ছুরিকাঘাত করে সবুজ পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন তাকে আটক করে। পরে এ অপরাধীকে নালিতাবাড়ী থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়। একইসাথে নাঈমকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে নালিতাবাড়ী উপজেলা হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। 

সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই নাঈম মারা যায়।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, ছুরিকাঘাতে একজনের মৃত্যুর খবর পেয়েছে পুলিশ। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা চলমান আছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর