বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

মিসেস গুলশান আরা ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ মার্চ ২০২৫, ০৭:৫২ পিএম

শেয়ার করুন:

loading/img

যশোরের কেশবপুর উপজেলার মঙ্গলকোট উত্তরপাড়া (মোড়ল পাড়া) বায়তুন নুর জামে মসজিদে মিসেস গুলশান আরা ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- এনজেআর ইন্টারন্যাশনালের পরিচালক ও মিসেস গুলশান আরা বেগমের ছোট ছেলে মো. ইলিয়াস বিন কাশেম রাসেল। এছাড়া মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন


অনুষ্ঠানে মো. ইলিয়াস বিন কাশেম রাসেল বলেন, ‘আমার মা মিসেস গুলশান আরা বেগম সবসময় মানবতার সেবা ও জনকল্যাণে কাজ করে গেছেন। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা এই ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছি। ভবিষ্যতেও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকতে চাই।’

তিনি আরও বলেন, ‘রমজান আত্মশুদ্ধি ও ত্যাগের মাস। আমরা যদি আমাদের সম্পদ ও ভালোবাসা একে অপরের সঙ্গে ভাগ করে নেই, তবে সমাজে শান্তি ও সৌহার্দ্য প্রতিষ্ঠিত হবে।’

ইফতারের আগে আলোচনায় রমজানের ফজিলত ও আত্মশুদ্ধির গুরুত্ব তুলে ধরা হয়। আলোচকরা বলেন, রমজান শুধু সংযমের মাসই নয়, এটি পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও দানশীলতার শিক্ষা দেয়।

ইফতারের আগে ধর্মপ্রাণ মুসল্লিরা দোয়া করেন। বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও দেশের সমৃদ্ধির জন্য মোনাজাত করেন মসজিদের খতিব।


বিজ্ঞাপন


মিসেস গুলশান আরা ফাউন্ডেশন বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সুবিধাবঞ্চিত মানুষের জন্য খাদ্য বিতরণ, শিক্ষা সহায়তা, চিকিৎসা সহযোগিতা ও বিভিন্ন মানবিক উদ্যোগ গ্রহণ করছে এই ফাউন্ডেশন। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার প্রতিশ্রুতি দেন আয়োজকরা।

এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর