ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) রাত ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় লিখিত কোনো অভিযোগ দায়ের হয়নি।
বিজ্ঞাপন
ভিডিওর সূত্র ধরে বিভিন্ন মাধ্যম থেকে জানা যায়, ঘটনাটি উপজেলার উত্তর ইউনিয়নের চাঁনপুর গ্রামের। বেশ কিছুদিন আগে স্বামীর সঙ্গে ওই কিশোরীর বিবাহ বিচ্ছেদ হয়। প্রতিবেশী ও সম্পর্কে দাদা ফজলুল হক বিষয়টি মীমাংসা করে দেওয়ার কথা বলে ওই কিশোরীকে ধর্ষণ করে।
ভিডিও দেখে ফেসবুকেও কথা হলে অনেকে জানান, ধরণ দেখে মনে হচ্ছে স্বেচ্ছায় শারীরিক সম্পর্ক করা হয়েছে। তবে যেহেতু কিশোরীর সঙ্গে এটা করা হয়েছে সেটা আইনগতভাবে ধর্ষণের ঘটনা। কে বা কারা কিংবা কি উদ্দেশে এই ভিডিও করেছে এ নিয়েও প্রশ্ন তুলেন অনেকে।
এবিষয়ে আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দীন জানান, ভুক্তভোগীর পরিবার থানায় লিখিত অভিযোগ নিয়ে আসবে বলে একটি পক্ষ থেকে আমাকে জানানো হয়েছিল। অভিযোগ পেলে সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/ এজে