বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ঢাকা

বরগুনায় নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার তুলে দিলেন এম. হুমায়ুন কবির 

জেলা প্রতিনিধি, বরগুনা
প্রকাশিত: ১৭ মার্চ ২০২৫, ০৯:৩৪ পিএম

শেয়ার করুন:

loading/img

বাংলাদেশ জিয়া শিশু একাডেমির মহাপরিচালক এম. হুমায়ুন কবির প্রতি বছরের ন্যায় এবছরও ঈদ বস্ত্র ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ মার্চ) বিকেলে বরগুনার বেতাগী উপজেলার মোকামিয়া ইউনিয়নের নিজ গ্রামের বেগম খালেদা জিয়া গার্লস স্কুল ও কৃষি কলেজ মাঠে এই ঈদ উপহার বিতারণ ও ইফতার মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে। 


বিজ্ঞাপন


এসময় বেতাগী উপজেলাসহ সকল ইউনিয়ন পর্যায়ের কয়েক শতাধিক নেতাকর্মী ও নেত্রী কর্মীদের মাঝে এই ঈদ উপহার বিতারণ শেষে  ইফতার মাহফিল করা হয়েছে।

barguna_2

এসময় নেতাকর্মীরা বলেন, অনেক বছর পরে বাংলাদেশ জিয়া শিশু একাডেমির মহাপরিচালক নিজ জেলায় এসে আমাদের কয়েক শতাধিক নেতাকর্মীদের মাঝে এই ঈদ উপহার তুলে দিয়েছেন। এই উপহার পেয়ে অনেক খুশি এবং আনন্দিত হয়েছি। দলের জন্য অনেক ত্যগ শিকার করেছি, অনেক কষ্ট করেছি। সব সময় এম. হুমায়ুন কবির আমাদের খোঁজ খবর রাখছে এবং পাশে থেকে ভালোবেসে যাচ্ছে এজন্য তার প্রতি এবং দরের প্রতি ভালোবাসা দিগুণ বেড়ে গেল।

এ সময় বাংলাদেশ জিয়া শিশু একাডেমির মহাপরিচালক এম হুমায়ুন কবীর বলেন, রমজান মাসের প্রতি আমাদের যে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে, তা শুধু নিজে উপভোগ করলেই হবে না, আমাদের সমাজের প্রতিটি মানুষকে নিয়েই উপভোগ করতে হবে।


বিজ্ঞাপন


barguna_3

তবে প্রতি বছর বাংলাদেশ জিয়া শিশু একাডেমির পক্ষ থেকে অসহায়, দারিদ্র্য মানুষের মাঝে ঈদ উপহার তুলে দিয়েছি। এবং তাদের নিয়ে ইফতার মাহফিল করেছি। কিন্তু এবার একটু ভিন্ন আলোকে আমার প্রিয় বিএনপির ত্যাগী নেতাকর্মীদের নিয়ে কাপড় কিনে ভালো করে পাঞ্জাবি তৈরি করে ঈদ উপহার ও ইফতার মাহফিল এর মাধ্যমে ও ভালোবাসা বিনিময় করেছি। দুর্দিনে দলের জন্য তারাই জীবন বাজি রেখে অনেক কষ্ট করেছে। তাই সকলের উচিত এসকল নেতাকর্মীদের পাশে থেকে ভালোবাসা। 

barguna_5

এছাড়া, এম হুমায়ুন কবীর আরও জানান, এ ধরনের কার্যক্রম আমি সবসময়ই করে আসছি এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বশেষ ইফতার মাহফিলে আলোচনা ও দোয়া মোনাজাত করেন মোকামিয়া দরবার শরীফের পীর সাহেব মাওলানা মো. ফেরদৌস। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub