সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

নামাজ পড়ে বাড়ি ফেরা হলো না বৃদ্ধের

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রকাশিত: ১৮ জুন ২০২৪, ০৮:৪৫ এএম

শেয়ার করুন:

loading/img

চুয়াডাঙ্গার জীবননগরে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় শুকুর হালসানা (৫৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

সোমবার (১৭ জুন) সকালে জীবননগর-চ্যাংখালি সড়কের পিচমোড় নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত বৃদ্ধ উপজেলার সীমান্ত ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের মৃত সাত্তার হালসানার ছেলে।

আরও পড়ুন

কোরবানির মাংস গলায় আটকে যুবকের মৃত্যু

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে হাঁটতে হাঁটতে চ্যাংখালি সড়কে গিয়েছিলেন। হাঁটাহাঁটি শেষ করে বাড়ি ফিরছিলেন বৃদ্ধ শুকুর। এ সময় চ্যাংখালি সড়কের পিচমোড়ে পৌঁছালে পেছন থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে বৃদ্ধ শুকুর আলী ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জীবননগর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) একরাম হোসেন জানান, মোটরসাইকেলের ধাক্কায় একজন নিহত হয়েছেন। সড়ক পরিবহণ আইনে একটি মামলা দায়ের হতে পারে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন