মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কোরবানির মাংস গলায় আটকে যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি, রাজবাড়ী
প্রকাশিত: ১৮ জুন ২০২৪, ০৭:২৯ এএম

শেয়ার করুন:

কোরবানির মাংস গলায় আটকে যুবকের মৃত্যু

রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে কোরবানির মাংস গলায় আটকে ইমরান হোসেন (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (১৭ জুন) বিকেল ৪টার দিকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে তার মৃত্যু হয়।


বিজ্ঞাপন


মৃত ইমরান বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের বিলটাকাপোড়া আবুল কাসেমের ছেলে।

স্থানীয় বাসিন্দা রিপন হোসেন বলেন, কোরবানির মাংস খাওয়ার সময় ইমরানের গলায় একটি টুকরো আটকে যায়। দ্রুত তাকে বালিয়াকান্দি উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

কোরবানির গরু জবাই করার সময় প্রাণ গেল কাদেরের  

নারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।


বিজ্ঞাপন


বালিয়াকান্দি থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মো. নাসির উদ্দীন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর