বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

নববর্ষ উদযাপনে বান্দরবানে বর্ণাঢ্য র‍্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান

জেলা প্রতিনিধি, বান্দরবান
প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৫, ১১:০৭ এএম

শেয়ার করুন:

loading/img

নতুন বছর ১৪৩২ বঙ্গাব্দকে বরণ করে নিতে বান্দরবানে আয়োজিত হয়েছে আনন্দ র‍্যালি ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

রোববার (১৪ এপ্রিল) সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য র‍্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটে গিয়ে শেষ হয়। পরে সেখানে আয়োজিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।


বিজ্ঞাপন


thumbnail_20250414_080534(0)

নববর্ষের র‍্যালিতে চিরায়ত বাঙালির ঐতিহ্যের পোশাক আর বান্দরবানে ১১টি পাহাড়ি জাতিসত্তার নারী-পুরুষ নিজস্ব পোশাক পরিচ্ছদ পরিধান করে উৎসাহ উদ্দীপনায় র‍্যালিতে অংশগ্রহণ করেছে।

thumbnail_20250414_091232

আরও পড়ুন

ফেনীতে বর্ষবরণ ও ৭ দিনব্যাপী মেলার আয়োজন

অনুষ্ঠানে বাঙালি ছাড়াও বান্দরবানে বসবাসরত ১১টি জাতিগোষ্ঠীর শিল্পীরা নিজ নিজ সংস্কৃতির ঐতিহ্যবাহী নৃত্য, গান ও পরিবেশনা উপস্থাপন করেন। তাদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন উপস্থিত হাজারও দর্শক। র‍্যালি শুরুর আগে জাতীয় সঙ্গীত পরিবেশন, বেলুন ও শান্তির পায়রা উড়িয়ে ১৪৩২ বাংলা নববর্ষের র‍্যালি শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি  বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, জেলা প্রশাসক শামীম আরা রিনি ও পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার।

thumbnail_20250414_082030

জেলা প্রশাসকের কার্যালয় থেকে র‍্যালি শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বান্দরবান ক্ষুদ্রনৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে এসে শেষ হয়। তারপর অডিটোরিয়ামে বাঙালিসহ বিভিন্ন জাতিগোষ্ঠীর শিল্পীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পুরো আয়োজনজুড়েই ছিল উৎসবমুখর পরিবেশ ও নিরাপত্তার কড়া নজরদারি।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন