বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

বরিশালে নববর্ষ উদযাপনে বর্ণিল আয়োজন

জেলা প্রতিনিধি, বরিশাল
প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৫, ১১:৩০ এএম

শেয়ার করুন:

loading/img

বাংলা নববর্ষ ১৪৩২ কে স্বাগত জানিয়ে নানা আয়োজন করা হয়েছে বরিশালে।

সোমবার (১৪ এপ্রিল) সকালে উদীচী শিল্পীগোষ্ঠীর আয়োজনে বরিশাল বিএম স্কুলে অনুষ্ঠিত হয়েছে প্রভাতি অনুষ্ঠান। এ সময় গান, নাচ ও আবৃত্তি করেন শিল্পীরা। পরে চারুকলা বরিশালের আয়োজন সবার অংশগ্রহণে অনুষ্ঠিত হয় আনন্দ শোভাযাত্রা। শোভাযাত্রাটি বিএম স্কুল থেকে শুরু হয়ে নগরীর সদর রোডে গিয়ে শেষ হয়।


বিজ্ঞাপন


এদিকে দিনটিকে কেন্দ্র করে জেলা প্রশাসন ও বিএনপির আয়োজনে পৃথক পৃথক আনন্দ শোভাযাত্রার আয়োজিত করা হয়েছে।

IMG-20250414-WA0032

তবে এ বছর সংক্ষিপ্ত আকারে পহেলা বৈশাখের অনুষ্ঠান ও মেলার আয়োজিত হওয়ায় প্রভাতি অনুষ্ঠানে ক্ষোভ প্রকাশ করেন শিল্পীরা।

আরও পড়ুন

লক্ষ্মীপুরে বর্ষবরণে আনন্দ শোভাযাত্রা ও ৩ দিনব্যাপী মেলার আয়োজন

এ সময় শান্তিময় পৃথিবী গড়ার আহ্বান জানান তারা।

এদিকে সকাল সাড়ে ১০টায় বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে (ববি) বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এসময় শোভাযাত্রায় ববি উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনসহ শিক্ষক শিক্ষার্থীরা অংশ নেন।

IMG-20250414-WA0033

বরিশাল জেলা প্রশাসক দেলোয়ার হোসেন বলেন, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন হচ্ছে। এসময় সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান তিনি।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর