মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ঢাকা

গভীর রাতে গাছে উঠে অজ্ঞান যুবক, নামালেন ফায়ার সার্ভিস

জেলা প্রতিনিধি, পিরোজপুর
প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৫, ১০:২২ এএম

শেয়ার করুন:

loading/img

পিরোজপুরের নাজিরপুরে গভীর রাতে গাছের মগডালে উঠে অজ্ঞান হয়ে পড়েন মো. সাহিনুর মোল্লা (৩৫) নামের এক যুবক। পরে উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে তাকে গাছ থেকে নামান।

ঘটনাটি ঘটেছে গত শনিবার (১২ এপ্রিল) দিবাগত গভীর রাতে উপজেলার শাঁখারীকাঠী ইউনিয়নের হোগলাবুনিয়া গ্রামে। ওই যুবক ওই গ্রামের মৃত আ. মালেক মোল্লার ছেলে।


বিজ্ঞাপন


thumbnail_1000124591

পরিবারের লোকজন জানান, ওই যুবকের ওপর জ্বীনের আছর রয়েছে। ওই রাতের ৯টার দিকে ওই যুবক হঠাৎ ঘর থেকে বের হয়ে গাছে উঠতে থাকেন। এ সময় পরিবারের ৫-৬ জন তাকে আটকে রাখার চেষ্টা করেন। কিন্তু তার পরও তিনি একটি নারিকেল গাছে উঠে তার ডগায় উঠে বসেন। পরে সেখান থেকে পাশের একটি উঁচু রেন্ট্রি গাছের মগ ডালে উঠে বসেন। কিছু সময় পর সেখানে অজ্ঞান হয়ে গাছেই বসে থাকেন। পরে ফায়ার সার্ভিসের দল উপস্থিত হয়ে গাছে উঠেন। গাছের নিচে একদল আজান দিতে থাকেন। এভাবে আজান দিতে থাকলে এক পর্যায় তার কিছুটা জ্ঞান ফিরে আসে।

আরও পড়ুন

ভাসমান সবজি বাজার পরির্দশন করলেন জেলা প্রশাসক

উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. সোহাইব হোসেন মুন্সি জানান, রাতে আমাদের ফোনে একটি কল আসে হোগলাবুনিয়া থেকে এক যুবক গাছে উঠেছে। আমিসহ আমার ফোর্স নিয়ে তাকে উদ্ধার করি।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এই ক্যাটাগরির আরও খবর