সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ঢাকা

কৃষি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হলেন গাংনীর খালেদুজ্জামান জুয়েল

জেলা প্রতিনিধি, মেহেরপুর
প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৫, ০৯:০৬ এএম

শেয়ার করুন:

loading/img

মেহেরপুরের গাংনী উপজেলার কৃতি সন্তান খালেদুজ্জামান জুয়েল বাংলাদেশ কৃষি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (জিএমডি) হলেন।

১০ এপ্রিল অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এই পদোন্নতি দেওয়া হয়। তিনি মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের মরহুম আক্কাস আলীর ছেলে।


বিজ্ঞাপন


শিক্ষাজীবনে তিনি গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি শেষ করার পর কুষ্টিয়া সরকারি কলেজ থেকে এইচ এস সি শেষ করেন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

চাকরি জীবনে এর আগে তিনি মহাব্যবস্থাপক (জিএম) হিসেবে পদোন্নতি পেয়ে বাংলাদেশ কৃষি ব্যাংকে যোগদান করেন। বাংলাদেশ কৃষি ব্যাংকের ফরিদপুর ও ঢাকা বিভাগের মহাব্যবস্থাপক এবং বিকেবি স্টাফ কলেজের অধ্যক্ষ হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করেন তিনি।

আরও পড়ুন

নববর্ষে রাবি অধ্যাপকের ৩০০ ফুট দৈর্ঘ্যের স্ক্রলচিত্র প্রদর্শনী

উল্লেখ্য, খালেদুজ্জামান জুয়েল ২০০১ সালে বাংলাদেশ ব্যাংক রিক্রুয়েটমেন্ট কমিটি (বিআরসি) কর্তৃক নিয়োগপ্রাপ্ত হয়ে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে ঊর্ধ্বতন কর্মকর্তা পদে যোগদান করেন এবং দিনাজপুর ও ফরিদপুর রিজিয়নের রিজিওনাল ম্যানেজার এবং ঢাকা ও ময়মনসিংহ বিভাগের জোনাল ম্যানেজার (বিভাগীয় প্রধান) হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া সদর দফতরের অডিট ও আদায় বিভাগের প্রধান ছিলেন।


বিজ্ঞাপন


খালেদুজ্জামান জুয়েল বাংলাদেশ কৃষি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি পাওয়ায় বাংলাদেশ কৃষি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে সাধুবাদ জানিয়েছেন।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর