সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ঢাকা

গাজীপুরে ক্যাসিনো ব্যবসায়ীকে ধরার সময় পুলিশের ওপর হামলা, গ্রেফতার ৭

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৫, ১০:৩৪ এএম

শেয়ার করুন:

loading/img

গাজীপুরের শ্রীপুরে অভিযান চালিয়ে ক্যাসিনো ব্যবসায়ী মোশাররফসহ সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৩ এপ্রিল) রাত ৯টা থেকে শুরু হওয়া এ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। অভিযানকালে ঘটনাস্থলে যাওয়া পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে রাখেন অভিযুক্ত মোশাররফের লোকজন। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে জয়দেবপুর থানায় মামলা দায়ের করেছেন।


বিজ্ঞাপন


thumbnail_IMG-20250414-WA0001

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রীপুর পৌরসভা ৫ নম্বর ওয়ার্ডের স্থানীয় আব্দুল লতিফের মেয়ের জামাই, নওগাঁর নিয়ামত পুরের বাসিন্দা মোশাররফ দীর্ঘদিন ধরে অবৈধ ক্যাসিনো ব্যবসা চালিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হালিমের নেতৃত্বে গেল রাত ৯টার দিকে মোশারফকে ধরতে তার শ্বশুর বাড়িতে অভিযান পরিচালনা করেন। এ সময় মোশাররফ এবং তার লোকজন জয়দেবপুর থানার ওসিসহ ১০ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যকে ঘরের ভেতরে অবরুদ্ধ করে ফেলেন। এসময় পুলিশের ওপর হামলা চালায় অভিযুক্তরা। হামলায় জয়দেবপুর থানার ওসিসহ ৭ পুলিশ সদস্য আহত হন। এক পর্যায়ে শ্রীপুর থানায় খবর দিলে যৌথ অভিযানের ক্যাসিনোর মূলহোতা মোশারফ তার সহযোগীসহ সাতজনকে গ্রেফতার করা হয়। পরে আহত পুলিশ সদস্যরা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন।

আরও পড়ুন

ঠাকুরগাঁওয়ে ১৪৪ ধারা ভঙ্গ করে সংঘর্ষ

স্থানীয়রা জানান, শ্রীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বেতজুরি গ্রামের বাসিন্দা দিনমজুর আব্দুল লতিফের মেয়ে সোনিয়ারকে বিগত কয়েক বছর আগে নওগাঁ জেলার দিনমজুর খাইবরের ছেলে মোশারফ বিয়ে করেন।


বিজ্ঞাপন


thumbnail_IMG-20250414-WA0002

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হালিম বলেন, ক্যাসিনোর মূলহোতা মোশাররফকে গ্রেফতার করতে গেলে তার লোকজন পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে হামলা চালায়। এতে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। রাতেই তারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন। এসময় অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোশাররফসহ ৭ জনকে গ্রেফতার করেছে। এ ব্যাপারে জয়দেবপুর থানায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর