বগুড়ার শেরপুরে বাঙালি নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে আবু সাদাত ইকবাল (১৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের জোড়গাছা ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
মৃত আবু সাদাত ইকবাল বগুড়ার ধুনট উপজেলার বিলচাপড়ী এলাকার বাসিন্দা। সে আরডিএ স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। তার বাবা মো. ইকবাল হোসেন আরডিএ কলেজের শিক্ষক।
এসব তথ্য নিশ্চিত করেছেন শেরপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম শফিক।
সাদাতের নানা মোখলেসুর রহমান জানান, ঈদের মধ্যে সাদাত আমার বাড়ি সুত্রাপুরে বেড়াতে আসে। আজ সকালে অন্য শিশুদের সঙ্গে মিনি জাফলং নামে পরিচিত বাঙালি নদীতে গোসল করতে যায়। এসময় ব্রিজের নিচে অল্প পানিতে গোসল করার সময় পা পিছলে পড়ে যায় এবং নদীর স্রোতের সঙ্গে ভেসে যায়। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা পর শিশুটিকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাদাতের মামা শাহিনুল ইসলাম নাইস জানান, সাদাত সাঁতার না জানার কারণে এ দুর্ঘটনা ঘটে। সে অল্প পানিতে গোসল করার সময় পা পিছলে পড়ে যায় এবং স্রোতের তোড়ে নদীর গভীরে তলিয়ে যায়।
ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর বখতিয়ার উদ্দিন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তারা দ্রুত ঘটনাস্থলে টিম যায় এবং শিশুটিকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়, কিন্তু ডাক্তার শিশুটিকে মৃত ঘোষণা করেন।
প্রতিনিধি/এসএস