বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ঢাকা

সেহরির পর মাঠে নামছে ব্রাজিল 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০ মার্চ ২০২৫, ০৯:০০ পিএম

শেয়ার করুন:

loading/img

কাতার বিশ্বকাপের পর থেকে ফুটবলের মাঠে নিজেদের হারিয়ে খুঁজছে ব্রাজিল। গত বছরটা মোটেও ভালো কাটেনি সেলেসাওদের। দুর্ভাগ্য আর আক্ষেপ নিয়ে শেষ করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপে জায়গা নিশ্চিতে করছে সংগ্রাম। কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে দলটি টেবিলের পাঁচ নম্বরে অবস্থান করছে। 

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপে জায়গা করতে এখন বাছাইপর্বের সব ম্যাচ ব্রাজিলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ তাদের প্রতিটি ম্যাচই বিশ্বকাপের পথে এক একটি ধাপ। বিশ্বকাপে জায়গা নিশ্চিতে ব্রাজিলকে আসন্ন ম্যাচগুলোতে ভালো পারফর্ম করতে হবে। আসন্ন বাছাই পর্বে সেলেসাওরা নিজেদের গুরুত্বপূর্ণ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে। 


বিজ্ঞাপন


বাংলাদেশ সময় ভোর পৌনে ৭টায় গারিঞ্চা স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। বাছাইপর্বে এগিয়ে থাকতে জয়ের বিকল্প ভাবছে না সেলেসাওরা। কলম্বিয়াকে সমীহ করে পুরো দলকে নিজেদের সেরাটা দেয়ার তাগিদ দেন কোচ দোরিভাল জুনিয়র। বাছাইপর্বের এ ম্যাচের পর আগামি ২৬ মার্চ ব্রাজিলের সামনে অপেক্ষা করছে আর্জেন্টিনা পরীক্ষা। তবে বাড়তি চাপ না নিয়ে স্বাভাবিক খেলার তাগিদ দেন কোচ।

লাতিন এই প্রতিবেশীর সঙ্গে ম্যাচে বেশ চ্যালেঞ্জের মুখেই পড়ে থাকে সেলেসাওরা। তবে নিজেদের মাঠে ১৪ বারের দেখায় কখনোই কলম্বিয়ার কাছে হারেনি ব্রাজিল। তাই সেলেসাওদের ঘরের মাঠে প্রায় ৭০ হাজার নিজেদের দর্শকের সামনে চেনা রূপেই দেখা যেতে পারে। এই ম্যাচে অবশ্য ব্রাজিল কোচ তাঁর সেরা একাদশের অনেককেই পাচ্ছেন না। 

নেইমার নেই, সে তো আগেই জেনে গেছে সবাই। তবে দরিভাল আরও কিছু ফুটবলারদের মিস করতে পারেন এদিন। এদের মিলিতাও, ব্রিমার, দানিলো ও এদেরসন চোটের কারণেই দলের বাইরে। ব্রাজিলের জন্য চিন্তার কারণ হয়ে দেখা দিতে পারেন দিয়াজ। যদিও লিভারপুলের হয়ে সপ্তাহটা তাঁর ঠিক ভালো যায়নি। 

লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ১৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে তারা। বিশ্বকাপে সরাসরি খেলার জন্য যা যথেষ্ঠ হলেও অন্য প্রতিদ্বন্দ্বী দলগুলো রয়েছে কাছাকাছি অবস্থানে। তাই সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে পূর্ণ পয়েন্টের লক্ষ্য পুরো দলের।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর