বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ঢাকা

আর্জেন্টাইন গোলরক্ষককে পেয়ে প্রতিশোধের ভাবনা পিএসজির

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২৫, ১২:২২ পিএম

শেয়ার করুন:

আর্জেন্টাইন গোলরক্ষককে পেয়ে প্রতিশোধের ভাবনা পিএসজির

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামছে পিএসজি ও অ্যাস্টন ভিলা। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচে আজ রাতে ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলাকে আতিথ্য দেবে পিএসজি। সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে অ্যাস্টন ভিলার বিপক্ষে ফুটবলবোদ্ধারা পিএসজিকেই ফেভারিট হিসেবে দেখছেন। তবে নিজেদের ফেভারিট মানতে রাজি নন পিএসজি কোচ লুইস এনরিকে। এদিকে এই ম্যাচে স্মৃতি হয়ে আসছে ২০২২ বিশ্বকাপ। 

অবশ্য তা ফিরিয়ে আনছেন আর্জেন্টিনার বিশ্ব চ্যাম্পিয়ন দলের গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। গোলবারের নিচে বীরত্ব দেখিয়ে অ্যাস্টন ভিলারকে তুলেছেন চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে। এবার সেমিফাইনালের লড়াইয়ে  ফরাসি ফরোয়ার্ডরা তার বিরুদ্ধে যত বেশি সম্ভব গোল করে কাতার বিশ্বকাপের ফাইনাল হারের প্রতিশোধ নিতে চান। এমনটাই বললেন প্যারিস ক্লাবের ফরাসি ফরোয়ার্ড দিজিরে দুয়ে।


বিজ্ঞাপন


১৯ বছর বয়সী দুয়ে ২০২২ বিশ্বকাপ খেলেননি। তবুও মার্টিনেজের জালে বল ঠেলে সেই প্রায়শ্চিত্ত করতে চান তিনি, ‘আগে কখনও তার বিপক্ষ আমি খেলিনি। কিন্তু আমার কাছে সে অন্য গোলকিপারদের মতোই। এটা সত্যি যে ফরাসি ফরোয়ার্ডদের মনে সে প্রতিশোধের স্পৃহা জাগাতে পারে। লক্ষ্য থাকবে তার বিপক্ষে যত বেশি সম্ভব গোল করার।’

এদিকে পিএসজি কোচ বলছেন ফুটবলে ফেভারিট বলতে কিছু নেই। চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগের আগে গতকাল সংবাদ সম্মেলনে ফেভারিট তত্ত্ব উড়িয়ে দিলেন স্প্যানিশ কোচ এনরিকে। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘লিভারপুলের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে বাজিকররা বলেছিল, আমাদের কোনো সুযোগ নেই। ফুটবলে, ফেভারিট ব্যাপারটা নেই। এখানে থাকা প্রাপ্য বলেই কোয়ার্টার-ফাইনালে এই আট দল আছে। মাঠের লড়াইয়ে আমরা জেতার যোগ্য, তবে এর জন্য যা করণীয় তা আমাদের করতে হবে।’ 

২০১৬ থেকে ২০১৮ পর্যন্ত পিএসজির কোচ ছিলেন উনাই এমেরি। লম্বা সময় পর প্যারিসে আসছেন অ্যাস্টন ভিলা কোচ। তার প্রতি শ্রদ্ধার কমতি নেই এনরিকের, ‘তিনি অসাধারণ একজন কোচ। অ্যাস্টন ভিলা দারুণ একটি দল।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর