শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

‘অর্থনীতি কিছুটা সংকুচিত হলেও সেবাখাত দ্রুত সম্প্রসারণ হচ্ছে’

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৫, ০৯:৩২ এএম

শেয়ার করুন:

‘অর্থনীতি কিছুটা সংকুচিত হলেও সেবাখাত দ্রুত সম্প্রসারণ হচ্ছে’

বাংলাদেশের সামগ্রিক অর্থনীতি ফেব্রুয়ারি মাসের তুলনায় মার্চে কিছুটা সংকুচিত হলেও সেবাখাতে দ্রুততর সম্প্রসারণ হচ্ছে বলে জানিয়েছে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি (এমসিসিআই) ও পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের (পিইবি)। এই সংকোচনের পেছনে মূলত কৃষি, উৎপাদন ও নির্মাণখাতের ধীর সম্প্রসারণ হার দায়ী করা হয়েছে।

এমসিসিআই এবং পিইবির ‘মার্চ মাসের বাংলাদেশ পারচেজিং ম্যানেজার্স’ ইনডেক্স (পিএমআই) প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।


বিজ্ঞাপন


প্রতিবেদনে বলা হয়, মার্চ মাসের পিএমআই সূচকটি আগের মাসের তুলনায় ২.৯ পয়েন্ট কমে ধীর গতির সম্প্রসারণ হার ৬১.৭-এ দাঁড়িয়েছে। ভবিষ্যৎ ব্যবসা সূচকের দিক থেকে কৃষি ও নির্মাণখাত দ্রুত সম্প্রসারণ হয়েছে, যেখানে উৎপাদন খাতের সূচক ধীর সম্প্রসারণে ছিল। সেবাখাতের সূচকটি ১৫ মাসের পর প্রথমবারের মতো সংকোচনে ফিরেছে।

কৃষিখাত টানা ছয় মাস ধরে সম্প্রসারণ অব্যাহত রেখেছে, তবে গতির দিক থেকে ধীর ছিল। নতুন ব্যবসা, ব্যবসায়িক কার্যক্রম ও ইনপুট খরচ সূচকগুলোতে ধীর সম্প্রসারণ দেখা গেছে। অর্ডার ব্যাকলগ সূচকটি সংকোচনের দিকে ফিরে গেছে এবং কর্মসংস্থান সূচকটি দ্রুততর সংকোচন হয়েছে।

উৎপাদন খাত টানা সাত মাস ধরে সম্প্রসারণের মধ্যে রয়েছে, তবে এটিও ধীরগতির। বেশিরভাগ সূচক সম্প্রসারণ নির্দেশ করলেও অর্ডার ব্যাকলগ সূচকটি ধীরগতির সংকোচন হয়েছে।

নির্মাণখাত টানা চার মাস ধরে সম্প্রসারণ করছে, তবে গতিমান নয়। নতুন ব্যবসা ও ইনপুট খরচ সূচক ধীর সম্প্রসারণ হয়েছে, কিন্তু কর্মসংস্থান সূচকটি দ্রুততর সম্প্রসারণ হয়েছে। নির্মাণ কার্যক্রম সূচকটি সংকোচনে ফিরে গেছে এবং অর্ডার ব্যাকলগ সূচকটি ধীর সংকোচন হয়েছে।


বিজ্ঞাপন


সেবাখাত টানা ছয় মাস ধরে সম্প্রসারণে রয়েছে এবং মার্চ মাসে এটি দ্রুততর সম্প্রসারণ হয়েছে। ব্যবসায়িক কার্যক্রম ও কর্মসংস্থান সূচকগুলোতে দ্রুত সম্প্রসারণ দেখা গেছে, তবে নতুন ব্যবসা ও ইনপুট খরচ সূচকগুলোতে ধীর সম্প্রসারণ হয়েছে। অর্ডার ব্যাকলগ সূচকটি দ্রুততর সংকোচন হয়েছে।

টিএই/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর