প্রিয়ানশ আরিয়া ব্যাট হাতে তাণ্ডব চালালেন। তাতে ২১৯ রানের বড় সংগ্রহ করে পাঞ্জাব কিংস। সেই লক্ষ্য ছুঁতে পারেনি চেন্নাই সুপার কিংস। হেরে গেছে ১৮ রানে। এদিকে ম্যাচ জিতলেও আইপিএলে নিয়ম ভেঙে জরিমানা গুনেছেন গ্লেন ম্যাক্সওয়েল। এই অজি তারকার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে আইপিএলের কোড অব কন্ডাক্ট ভঙ্গের৷
ক্রিকেটের সরঞ্জাম, জামাকাপড়, মাঠের সরঞ্জামে কোনও ক্ষতি করলে সেটা এই ধারার মধ্যে পড়ে। ইচ্ছাকৃতভাবে উইকেটে লাথি মারা বা বিজ্ঞাপনের বোর্ড, বাউন্ডারি ফেন্সের ক্ষতি করা এই ধারায় অন্তর্ভুক্ত। নিয়ম অনুযায়ী, আউট হওয়ার পর হতাশায় অনেকেই ব্যাট মাটিতে আছড়ে ফেলে। সেই সময় বিজ্ঞাপনের বোর্ড ক্ষতিগ্রস্ত হলে, সংশ্লিষ্ট প্লেয়ারের বিরুদ্ধে এই ধারা জারি হবে।
বিজ্ঞাপন
ম্যাক্সওয়েলের বিরুদ্ধে জিনিসপত্র ও ফিটিংগুলোর অপব্যবহারের অভিযোগ আনা হয়েছে। এক্ষেত্রে তিনি নিজে যে ভুল করেছেন, সে কথা অজি তারকা নিজেও জানতেন বলেই তা মেনে নিয়েছেন। এবং ম্যাচ রেফারির দেওয়া শাস্তি মেনে নিয়েছেন এই অজি অলরাউন্ডার।
আচরণবিধি ভঙ্গের জন্য ম্যাক্সওয়েলকে তার ম্যাচ ফির ২৫% জরিমানা এবং একটি ডেমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। আইপিএলের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, গ্লেন ম্যাক্সওয়েল আইপিএলের ২.২ ধারায় লেভেল ওয়ান অফেন্সের দায় স্বীকার করেছে। ম্যাচ রেফারির দেওয়া শাস্তি মেনে নিয়েছে। এইধরনের অভিযোগে ম্যাচ রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত।