চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে গতকাল ঘরের মাঠে নেমেছিল বায়ার্ন মিউনিখ। তবে ভিনসেন্ট কোম্পানির শিষ্যরা মাঠ ছেড়েছে ২২ ম্যাচ পর নিজেদের মাঠে হারের স্বাদ নিয়ে। আর বায়ার্নকে এই হতাশায় ভাসিয়েছে ইন্টার মিলান। ২-১ গোলে বাভারিয়ানদের হারিয়ে এগিয়ে থাকলেও জয়ের আনন্দে ভাসছে না সিরি আর দলটি, বরং দলটির কোচ সিমোনে ইনজাগির মতে, তাদের এখনও অনেক কাজ বাকি।
ইউরোপ সেরার আসরে সবশেষ ২০২১ সালের এপ্রিলে পিএসজির বিপক্ষে ঘরের মাঠে হেরেছিল বাভারিয়ানরা। এরপর গতকালই ঘরের মাঠে প্রথম হারের স্বাদ পেয়েছে বায়ার্ন। লাউতারো মার্তিনেসের গোলে ইন্টার এগিয়ে যাওয়ার পর বায়ার্ন সমতায় ফিরলেও দাভিদে ফ্রাত্তেসি গোলে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে ইন্টার।
বিজ্ঞাপন
তবে এই জয়ের আনন্দে ভাসছেন না সিমোনে ইনজাগি। ম্যাচ শেষে তিনি বলেন, “আমাদের খেলায় তীব্রতা ছিল এবং এটাই আমাদের আনন্দ দিয়েছে। বায়ার্নের পরিসংখ্যান আমরা জানি, তাদের বিপক্ষে গুরুত্বপূর্ণ এক জয় তুলে নিয়েছি। তবে সান সিরোয় ফিরতি লেগে আমাদের সমর্থকদের সামনেও এটা (জেতা) করতে না পারলে, আজকের জয়ে কিছু যায় আসে না।”
দ্বিতীয় লেগ জিতে সেমিফাইনাল নিশ্চিত করাই এখন মূল লক্ষ্য ইন্টারের। ইনজাগি বলেন, “আমরা জানি লড়াইয়ের কেবল অর্ধেক হলো, দ্বিতীয় ভাগ হবে সান সিরোয়। বায়ার্ন খুবই শক্তিশালী দল, তবে ইন্টার দৃঢ়তা, সাহস ও আগ্রাসনে তাদের সঙ্গে পাল্লা দিয়ে লড়াই করেছে।”