বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ঢাকা

বিকেএসপিতে তামিমের পর এবার অসুস্থ আম্পায়ার, নেওয়া হলো হাসপাতালে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২৫, ০১:৩৫ পিএম

শেয়ার করুন:

বিকেএসপিতে তামিমের পর এবার অসুস্থ আম্পায়ার, নেওয়া হলো হাসপাতালে

তামিম ইকবালের অসুস্থ হয়ে হাসপাতালের যাওয়ার খবর এখনও পুরোনো হয়নি। এর মধ্যেই বিকেএসপিতে আজ অসুস্থ হয়ে পড়েছেন আম্পায়ার গাজী সোহেল। অগ্রণী ব্যাংক ও মোহামেডানের মধ্যেকার ম্যাচে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করার কথা ছিল তাঁর।

কিন্তু শারীরিক অসুস্থতার কারণে মাঠে নামতে পারেননি সোহেল। ম্যাচ শুরুর আগে অসুস্থতা বোধ করলে বিকেএসপির হাসপাতালে নেওয়া হয় তাকে।


বিজ্ঞাপন


জানা যায়, টস শেষে মাঠে নামার পরই তীব্র মাথাব্যথা অনুভব করেন গাজী সোহেল। ফলে ম্যাচে আর আম্পায়ারিং করতে পারেননি তিনি। তার পরিবর্তে ম্যাচে আম্পায়ারিং করেন শফিউদ্দিন আহমেদ। গাজী সোহেলকে দ্রুত বিকেএসপির মেডিকেল সেন্টারে নেয়া হয়, যেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। 

কর্তব্যরত চিকিৎসকের ধারণা, ঘুমের ঘাটতির কারণেই এই সমস্যা হয়েছে। এর আগে, বিকেএসপিতেই ম্যাচ চলাকালীন হার্ট অ্যাটাকের শিকার হয়েছিলেন মোহামেডান অধিনায়ক তামিম ইকবাল।

আন্তর্জাতিক ম্যাচেও নিয়মিত আম্পায়ারিং করতে দেখা যায় গাজী সোহেলকে। এখন পর্যন্ত ৮ ওয়ানডে ও ৩১ টি-টোয়েন্টিতে আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করেছেন তিনি।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর