চ্যাম্পিয়ন্স লিগের রাজা রিয়াল মাদ্রিদ। পনের বারের শিরোপাজয়ী দলটি এবারের মৌসুমে কোয়ার্টার ফাইনালে গতকাল মাঠে নেমেছিল আর্সেনালের বিপক্ষে। প্রথম লেগের এই ম্যাচে ইংলিশ ক্লাবটির ঘরের মাঠে লস ব্লাঙ্কোসরা কেমন পারফর্ম করে তা দেখতেই মুখিয়ে ছিলন ফুটবলপ্রেমীরা। তবে যা হয়েছে তা অনেকের কাছেই বিস্ময়কর, আর রিয়াল সমর্থকদের জন্য বেদনার।
আর্সেনালের মাঠে খেলতে নেমে গতকাল ৩-০ ব্যবধানে হেরেছে রিয়াল। ইংলিশ ক্লাবটির কাছে এত বড় ব্যবধানে হারায় সেমিফাইনালে যাওয়া এখন বেশ কঠিন কিলিয়ান এমবাপেদের জন্য। তা করতে হলে দ্বিতীয় লেগে দ্বিতীয় লেগে নিজেদের করতে হবে অন্তত ৪ গোল, আর আর্সেনালকেও কোনো গোল করতে দেওয়া যাবে না।
বিজ্ঞাপন
চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল কামব্যাকের রাজা হলেও এবার যেন ব্যবধানটা বেশিই হয়ে গিয়েছে। তবুও স্বপ্ন দেখতে বাধা নেই। দ্বিতীয় লেগের আগে তাই কামব্যাকের আশা নিয়ে আছেন রিয়ালের কোচ কার্লো আনচেলত্তি।
গতকাল ম্যাচ শেষে আনচেলত্তি বলেন, “এমন হার মেনে নেওয়া কঠিন অবশ্যই। এমন কিছু আমরা আশা করিনি। তবে সেট-পিস থেকে ২-০ হয়ে যাওয়ার পর, আমরা ভেঙে পড়ি। ম্যাচটা খুব বাজেভাবে শেষ করেছি আমরা। এই দল এমনিতে জবাব দেয়, তবে আজকে শেষ ৩০ মিনিট ছিল খুবই বাজে। আত্ম-সমালোচনা করতে হবে আমাদের এবং ঘুরে দাঁড়াতে সম্ভব সবকিছুই করব।”
দ্বিতীয় লিগের ম্যাচটি রিয়াল খেলবে ঘরের মাঠে। এ সুবিধাই কাজে লাগাতে চান আনচেলত্তি। তিনি বলেন, “বের্নাবেউয়ে অনেক কিছুই হতে পারে। আজকে রাতের পর মনে হতেই পারে যে, আর কোনো সুযোগ নেই। তবে ফুটবলে সবসময়ই সুযোগ কিছু না কিছু থাকে। কেউ ধারণা করতে পারেনি, আর্সেনাল সেট-পিস থেকে দুটি গোল করবে। তবে কখনও কখনও এসব হয়েই থাকে। বিশ্বাসটা রাখতে হবে আমাদের (ঘুরে দাঁড়ানোর)।”
এদিকে ঘুরে দাঁড়ানোর আশায় আছেন রিয়ালের অভিজ্ঞ ফুটবলার লুকাস ভাস্কেজও। একমাত্র রিয়ালই এমন অবস্থান থেকে ঘুরে দাড়াতে পারবে এমনটাই প্রত্যাশা তার। তিনি বলেন, “লড়াইটা এখন খুবই কঠিন। তবে বিশ্বে কোনো দল যদি ৩-০ থেকে ঘুরে দাঁড়াতে পারে, সেটি রেয়াল মাদ্রিদই, আমাদের মাঠে আমাদের সমর্থকদের সঙ্গী করে নিয়ে।”