বুধবার, ২ এপ্রিল, ২০২৫, ঢাকা

মসজিদে নববির উদ্যোগে অনলাইনে কোরআন শিখছেন ১৬০ দেশের শিক্ষার্থী

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০২ জানুয়ারি ২০২৫, ০৮:০৯ পিএম

শেয়ার করুন:

loading/img

মদিনার মসজিদে নববিতে পবিত্র কোরআন হেফজ ও শিক্ষার ক্লাস চলছে অনলাইন ও অফলাইনে। এতে ১৬০ দেশের ৬০ হাজারেরও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। শিক্ষার্থীদের মধ্যে চার থেকে ৯১ বছর বয়সি নারী-পুরুষ রয়েছেন।

মসজিদে নববির এই আয়োজনে ১৬ ভাষায় ১৬০ দেশের শিক্ষার্থীরা কোরআন শেখার সুযোগ পান। ক্লাসে কোরআন তেলাওয়াত ও মুখস্থ করানোর পাশাপাশি বিভিন্ন সুন্নত আমল, দোয়া-দরুদ ও ইসলামের প্রয়োজনীয় বিষয়াদী শেখানো হয়। ২০২৪ সালে ১ হাজার ৯০০টি সরাসরি এবং ৯০০টি অনলাইন ক্লাস অনুষ্ঠিত হয়। 


বিজ্ঞাপন


অনলাইনে কোরআন শেখানোর কাজে যুক্ত রয়েছেন এক হাজারের বেশি শিক্ষক। আর সরাসরি মসজিদে নববিতে রুটিন করে দায়িত্ব পালন করছেন প্রায় বিশ জন শিক্ষক।

আরও পড়ুন: যেভাবে কোরআন শেখাতেন নবীজি

এতে কোরআনের তেলাওয়াত শেখানোর জন্য আধুনিক নানা প্রযুক্তি ব্যবহার করা হয়। এই উদ্যোগের লক্ষ্য- বিশ্বব্যাপী মুসলমানদের কাছে এর সুবিধা পৌঁছানো এবং নিয়মিত ক্লাসে অংশগ্রহণ করতে অসমর্থদের সুযোগ প্রদান এবং শেখার জন্য একটি সহায়ক পরিবেশ তৈরি করা।

সম্প্রতি মদিনার গভর্নর, যুবরাজ সালমান বিন সুলতান বিন আবদুল আজিজ মসজিদে নববির কোরআন শিক্ষার ক্লাস পরিদর্শন করেছেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন মসজিদে নববির খতিব ও কোরআন শিক্ষা ক্লাসের তত্ত্বাবধায়ক শায়খ আবদুল মহসিন বিন মুহাম্মদ আল কাসিম। পরিদর্শনকালে মদিনার গভর্নরকে কোরআন শিক্ষার আয়োজন সম্পর্কে অবহিত করা হয়। তিনি এ কর্মসূচির ব্যাপক প্রশংসা করেন। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন